TRENDING:

NPR-এ ৪০ লক্ষকে 'সন্দেহভাজন নাগরিক' চিহ্নিত, উত্তরপ্রদেশকে পৃথক ভাবে নজর সুপ্রিম কোর্টের

Last Updated:

সূত্রের খবর, উত্তরপ্রদেশ সরকার রিফিউজি ও অভিবাসীদের বিষয়ে তথ্য সংগ্রহ আগে থেকেই শুরু করেছে৷ রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসকরা এই কাজ করছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের শুনানি চলাকালীনই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) নিয়ে উত্তরপ্রদেশের বিষয়টিকে পৃথক ভাবে দেখা হবে বলে জানাল সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্ট জানায়, উত্তরপ্রদেশে সিএএ চালু করার বিষয়টিকে পৃথক ভাবে দেখা হবে৷ কারণ, ৪০ লক্ষ মানুষকে এনপিআর প্রক্রিয়ায় সন্দেহভাজন নাগরিক হিসেবে চিহ্নিত করেছে উত্তরপ্রদেশ সরকার৷
advertisement

উত্তরপ্রদেশে এনপিআর প্রক্রিয়ায় ৪০ লক্ষকে সন্দেহভাজন নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ বুধবার সিএএ শুনানি চলাকালীন প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চকে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, সিএএ প্রক্রিয়া উত্তরপ্রদেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ সিএএ ও এনপিআর প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে অন্যান্য পিটিশনরদের মধ্যে রয়েছেন অভিষেক মনু সিংভিও৷

সূত্রের খবর, উত্তরপ্রদেশ সরকার রিফিউজি ও অভিবাসীদের বিষয়ে তথ্য সংগ্রহ আগে থেকেই শুরু করেছে৷ রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসকরা এই কাজ করছেন৷ উত্তরপ্রদেশের মন্ত্রী শ্রীকান্ত শর্মা জানান, ৩২ হাজার অ-মুসলিম, যাঁরা নাগরিকত্ব পেতে পারেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে৷ তবে কী ভাবে নাগরিকত্ব দেওয়া হবে তাঁদের, সেই প্রক্রিয়ার ব্যাপারে খোলসা করেননি মন্ত্রী৷

advertisement

সিংভি সর্বোচ্চ আদালতকে বলেন, দু সপ্তাহ আগে উত্তরপ্রদেশে মানুষদের টিক মার্ক বা ক্রস মার্ক দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, 'সন্দেহভাজন, ভেরিফাই করতে হবে৷ এই ধরনের প্রক্রিয়া গত ৭০ বছরে ভারতে হয়নি৷ কেন আরও দু মাস অপেক্ষা করা হল না৷ কোনও আইন তৈরি হয়নি, তাতেও এই প্রক্রিয়া চলছে৷ কোনও আইন ছাড়াই, উত্তরপ্রদেশে ৪০ লক্ষ মানুষকে সন্দেহভাজন নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ ১৯টি জেলায় এটা হয়েছে৷ ওঁরা ভোট দেওয়ার অধিকার হারাবেন৷ দয়া করে এই প্রক্রিয়া স্থগিত করুক সুপ্রিম কোর্ট৷ আমাদের প্রার্থনা এটা৷ না-হলে এর জেরে প্রচুর অশান্তি ও নিরাপত্তহীনতা তৈরি হবে৷'

advertisement

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী কে ভি বিশ্বনাথনও বলেন, এনপিআর প্রক্রিয়া চলাকালীন কোনও ব্যক্তিকে সন্দেহভাজন নাগরিক হিসেবে চিহ্নিত করা হলে, তা শুধু মুসলিম নয়, হিন্দুদের জন্য সমস্যার বিষয়৷

যদিও কেন্দ্রের দাবি, এনআরসি-র প্রথম পর্যায় এনপিআর নয়৷ যদিও সিএএ বা এনপিআর প্রক্রিয়া নিয়ে কোনও রিলিফের আবেদন অনুমোদন করেনি সুপ্রিম কোর্ট৷ তবে অসম ও ত্রিপুরার আবেদন স্পেশাল গ্রাউন্ডে দেখা হচ্ছে বলে জানায় শীর্ষ আদালত৷ এরপরই আবেদনকারীরা অনুরোধ করেন, উত্তরপ্রদেশের বিষয়টিও স্পেশাল গ্রাউন্ডে দেখা হোক৷ তখন প্রধান বিচারপতি বোবদের পর্যবেক্ষণ, কিছু বিষয় পৃথক ভাবে দেখা হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
NPR-এ ৪০ লক্ষকে 'সন্দেহভাজন নাগরিক' চিহ্নিত, উত্তরপ্রদেশকে পৃথক ভাবে নজর সুপ্রিম কোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল