TRENDING:

সুপ্রিম কোর্টের নির্দেশ, মুম্বইয়ে শর্তসাপেক্ষে খুলছে ডান্স বার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মহারাষ্ট্র সরকারের নির্দেশকে শিথিল করে ফের ডান্স বার ব্যবসার পক্ষেই মত দিল সুপ্রিম কোর্ট ৷ ডান্স বারের লাইসেন্স পাওয়া নিয়ে যে কঠোর নিয়মালী জারি করেছিল মহারাষ্ট্র সরকার, সেই নিয়মেই এবার পরিবর্তন করার পক্ষে মত দিয়েছে সর্বোচ্চ আদালত ৷ যার ফলে ডান্সবারগুলির ব্যবসা আবারও রমরমিয়ে চলবে বলেই মত উঠে আসছে ৷ এইসব ডান্সবারে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা নাচের সময়ও জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ সন্ধে ৬টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে বারগুলি ৷
advertisement

শুধু তাই নয়, এই ধরনের নাচের সময় টিপসও দেওয়া যাবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তবে টাকা পয়সা ওড়ানোর যে রীতি রয়েছে তাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ রাজ্য সরকার যেভাবে ডান্সবার পুরোপুরি বন্ধের পথে হেঁটেছিল, তা কোনভাবে করা যাবে না, জানিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন অবশেষে উদ্ধার মেঘালয়ের ১৫ জন খনন কর্মীর দেহ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়তে এসেছিলেন খড়গপুর আইআইটি-তে, হয়ে গেলেন ডেপুটি ডিরেক্টর! রিন্টু ম্যাডাম আজ সবার গর্ব
আরও দেখুন

ডান্সবারে সিসিটিভি লাগানোর যে নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্র সরকার, তাও বাতিল করেছে সুপ্রিম কোর্ট ৷ এছাড়া স্কুল বা কোন ধর্মস্থানের থেকে ১ কিলোমিটার দূরে থাকার যে নির্দেশ জারি করেছিল মহারাষ্ট্র সরকার, তাও বাতিল করেছে সুপ্রিম কোর্ট ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম কোর্টের নির্দেশ, মুম্বইয়ে শর্তসাপেক্ষে খুলছে ডান্স বার