মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, সমস্ত নিয়ম ভেঙে তাঁকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে সংসদের এথিক্স কমিটি৷ গত ৮ ডিসেম্বর সংসদে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ে৷ সেই রিপোর্টের ভিত্তিতেই ধ্বনি ভোটে ভোটাভুটির পর মহুয়া মৈত্রকে বহিষ্কারের সিদ্ধান্তে পাস হয়ে যায়৷ যদিও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিরোধী পক্ষের সাংসদরা৷
আরও পড়ুন: ‘অনেক খেলা বাকি আছে’, ‘যুদ্ধ’ লেগে গেল সুকান্ত-অনুপমের! বঙ্গ বিজেপিতে শোরগোল
advertisement
মহুয়া এবং তাঁর পক্ষে সওয়াল করা বিরোধী পক্ষের সাংসদদের অভিযোগ ছিল, এথিক্স কমিটি শুধুমাত্র কোনও সাংসদ অভিযুক্ত কি অভিযুক্ত নন, সেই সিদ্ধান্ত নিতে পারে৷ কিন্তু সাংসদকে বহিষ্কারের সুপারিশ করতে পারে না তারা৷
আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ তোলেন৷ এর পরই মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে সংসদের এথিক্স কমিটি৷