বিচারপতি ইউইউ ললিতের তরফে নামের রেকমেন্ডেশন দেওয়া হল রাজ্যের ১৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য। যার মধ্যে ১২টি নামে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। ৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ নিয়ে দুটি পৃথক রেকমেন্ডেশনের তালিকা দিয়েছে ইউইউ ললিতের সার্চ কমিটি।
advertisement
রাজ্যের তরফে আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, কোচবিহারের উপাচার্য নিয়োগের জন্য সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও উপাচার্য নিয়োগ করেননি এখনও আচার্য।
আরও পড়ুন: দেশের সেরা ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনগুলি? NIRF ২০২৫-এর তালিকায় বিরাট চমক, দেখুন
বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ জানায়– ১২টি বিশ্ববিদ্যালয়ের যে তালিকা সর্বসম্মত ভাবে তৈরি হয়েছে তা দু-পক্ষকে জানানো হোক। একই সঙ্গে পশ্চিমবঙ্গ স্টেট ইউনিভার্সিটির উপাচার্য পদের জন্য পূর্ববর্তী রেকমেন্ডেশন লিস্ট থেকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে পদপ্রার্থীদের মেধা বিচার করে তালিকা দিতে বলা হল ইউইউ ললিতের সার্চ কমিটিকে। পরবর্তী শুনানি আগামী শুক্রবার।
মৈত্রেয়ী ভট্টাচার্য