TRENDING:

Manik Bhattacharya: শুক্রবার পর্যন্ত গ্রেফতার নয়, রক্ষাকবচ বাড়িয়ে মানিককে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

গতকাল থেকে খোঁজ না পেলেও এ দিন দিল্লির বঙ্গ ভবনে দেখা পাওয়া যায় মানিকের৷ যদিও সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে চাননি তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের রক্ষাকবচ বাড়ালো সুপ্রিম কোর্ট৷ আগামী শুক্রবার পর্যন্ত মানিককে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই৷ শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে৷
স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য৷
স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য৷
advertisement

মঙ্গলবার রাত আটটার মধ্যে সিবিআিই দফতরে গিয়ে হাজিরা দেওয়ার জন্য মানিক ভট্টাচার্যকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ প্রয়োজনে মানিককে হেফাজতে নিয়ে সিবিআই জেরা করতে পারবে বলে জানিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেন মানিক৷ তৃণমূল বিধায়কের আবেদনের ভিত্তিতে আজ দুপুর পর্যন্ত তাঁকে সিবিআই গ্রেফতার করতে পারবে না জানায় শীর্ষ আদালত৷

advertisement

আরও পড়ুন: বিপুল সম্পত্তির মালিক কীভাবে? সিবিআই-কে আয় ব্যয়ের হিসেব দিলেন সুকন্যা

যদিও রক্ষাকবচ পেলেও মানিকের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই৷ পাশাপাশি, কলকাতা হাইকোর্ট মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, সেটিও বহাল রয়েছে৷ যদিও হাইকোর্টের দেওয়া সময়সীমা গতকাল রাতে পেরিয়ে গেলেও এ দিন বিকেল পর্যন্ত সিবিআই দফতরে যাননি তিনি৷ তবে সূত্রের খবর, সিবিআইকে চিঠি দিয়ে মানিক জানিয়েছেন তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন৷

advertisement

গতকাল থেকে খোঁজ না পেলেও এ দিন দিল্লির বঙ্গ ভবনে দেখা পাওয়া যায় মানিকের৷ যদিও সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে চাননি তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

মানিকের খোঁজ না পেয়ে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন কলকাতার পুলিশের এসিপি পদমর্যাদার এক অফিসার৷ কারণ মানিককে সিবিআই দফতরে নিয়ে যাওয়ার জন্য কলকাতা পুলিশকেই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Manik Bhattacharya: শুক্রবার পর্যন্ত গ্রেফতার নয়, রক্ষাকবচ বাড়িয়ে মানিককে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল