TRENDING:

Sukma IED Blast: ব্যাঙ্কের নিশ্চিন্ত চাকরি ছেড়ে পুলিশে যোগ, মাওবাদীদের পাতা ফাঁদে পা দিয়েই শেষ সুকমার এএসপি!

Last Updated:

আগামিকাল ভারত বনধের ডাক দিয়েছে মাওবাদীরা৷ তার আগের দিন কোন্টা থানা এলাকায় এই আইইডি বিস্ফোরণ ঘটে৷

advertisement
সুকমা: রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের চাকরি পেয়েছিলেন৷ কিন্তু সেই চাকির ছেড়ে দিয়ে যোগ দিয়েছিলেন পুলিশে৷ শেষ পর্যন্ত মাওবাদীদের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারালেন ছত্তীসগড় পুলিশের এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে৷
সুকমার এএসপি নিহত আকাশ রাও গিরিপুঞ্জে৷
সুকমার এএসপি নিহত আকাশ রাও গিরিপুঞ্জে৷
advertisement

সোমবার ছত্তীসগড়ের সুকমা জেলায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ সেই বিস্ফোরণেই গুরুতর আহত হন সুকমার এএসপি সহ পুলিশের আরও দুই আধিকারিক৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুণ ওই পুলিশকর্তার মৃত্যু হয়৷ এর আগে সাহসিকতার জন্য একাধিকবার পুরস্কতও হয়েছিলেন ওই এএসপি৷

আরও পড়ুন: সব গয়না নিয়ে হনিমুনে যান সোনম, সঙ্গে ছিল কত লক্ষ টাকা? বিস্ফোরক দাবি রাজার পরিবারের

advertisement

আগামিকাল ভারত বনধের ডাক দিয়েছে মাওবাদীরা৷ তার আগের দিন কোন্টা থানা এলাকায় এই আইইডি বিস্ফোরণ ঘটে৷ ওই এলাকায় লুঠপাট চলছে বলে ভুয়ো খবর ছড়িয়ে দেয় মাওবাদীরা৷ আইইডি বিছিয়ে ফাঁদ পেতে রাখা হয়৷ পুলিশের দল সেখানে পৌঁছতেই বিস্ফোরণ ঘটে৷ সেই বিস্ফোরণেই গুরুতর আহত হন আকাশ রাও গিরিপুঞ্জে৷ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর মৃত্যু হয়৷ বিস্ফোরণে আহত এক এসডিপিও এবং ইন্সপেক্টর অবশ্য বিপন্মুক্ত বলেই হাসপাতাল সূত্রে খবর৷

advertisement

জানা গিয়েছে, নিহত ওই এএসপি ছত্তীসগড়েরই রায়পুরের বাসিন্দা৷ রায়পুরের একটি কলেজ থেকেই বি কম পাশ করেন তিনি৷ স্নাতকের পর আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি৷ এরই মধ্যে ইউকো ব্যাঙ্কে চাকরি পান তিনি৷

তবে ব্যাঙ্কে চাকরি পাওয়ার পরেও পুলিশের চাকরির চেষ্টা ছাড়েননি আকাশ রাও গিরিপুঞ্জে৷ শেষ পর্যন্ত ২০১৩ সালে ছত্তীসগড় পিএসসি পরীক্ষায় ডিএসপি পদে চাকরি পান তিনি৷ পদন্নোতি হয়ে এএসপি হন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সাম্প্রতিক সময়ে ছত্তীসগড়ের মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে একাধিক সফল অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী৷ এ মাসের শুরুতেই সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়৷ এবার তারই বদলা নিল মাওবাদীরা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sukma IED Blast: ব্যাঙ্কের নিশ্চিন্ত চাকরি ছেড়ে পুলিশে যোগ, মাওবাদীদের পাতা ফাঁদে পা দিয়েই শেষ সুকমার এএসপি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল