তিনি বলেন, "সব দিক খতিয়ে দেখে তবেই টাকা দেওয়া উচিত কেন্দ্রের।" মোদি মমতা সাক্ষাৎ নিয়ে সেটিং তথ্য খাড়া করেছে কংগ্রেস সিপিএম। বিজেপি নেতারা ও এই সাক্ষাৎ নিয়ে চাপে রয়েছেন। এদিন মোদি মমতা সাক্ষাৎ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, " বিজেপি কোনও তত্ত্বে ভয় পায় না। দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। কেন্দ্রীয় নেতৃত্ব সব জানে সব খবর রাখে। পশ্চিমবঙ্গে কি হচ্ছে তা কারও অজানা নয়।"তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
দিলীপ ঘোষের কথায়, " মুখ্যমন্ত্রী যেমন তাঁর কথা বলতে পারেন, আমরাও আমাদের কথা জানাব।"রাজ্যের উন্নয়ন খাতে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা তৃণমূলের নেতারা তাঁদের বান্ধবীদের বাড়ি গচ্ছিত রাখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পরের দিনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মতে, এই টাকা দিয়ে জনগণের কোন উপকার হবে না।
আরও পড়ুন: কেন এমন মারাত্মক ঘটনা ঘটালেন? পুলিশের গাড়িতেই জানিয়ে দিলেন যাদুঘরের সেই জওয়ান
সুকান্ত মজুমদারের মতে, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি হলে আগে তা খতিয়ে দেখা উচিত। তিনি বলেন, " সব দিক খতিয়ে দেখে তবেই টাকা দেওয়া উচিত কেন্দ্রের।" মোদি মমতা সাক্ষাৎ নিয়ে সেটিং তথ্য খাড়া করেছে কংগ্রেস সিপিএম। বিজেপি নেতারা ও এই সাক্ষাৎ নিয়ে চাপে রয়েছেন। এদিন মোদি মমতা সাক্ষাৎ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, " বিজেপি কোনও তত্ত্বে ভয় পায় না। দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। কেন্দ্রীয় নেতৃত্ব সব জানে সব খবর রাখে। পশ্চিমবঙ্গে কি হচ্ছে তা কারও অজানা নয়।"