TRENDING:

আত্মনির্ভর ভারত অভিযান ৩.০: কর্মসংস্থানের ডাক, পিএফ-এ মালিক-কর্মী উভয়পক্ষকেই বিরাট স্বস্তি, নির্মলা সীতারামনের দাওয়াই

Last Updated:

অর্থমন্ত্রী এদিন বলেন, চলতি বছরে জিএসটি আদায় হয়েছে অন্তত ১.০৫ লক্ষ কোটি টাকা। তিনি আশা দিয়ে বলেন তৃতীয় ত্রৈমাসিকে আর্থিক আদায় আরও বাড়বে। তাঁর মতে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আত্মনির্ভর ভারত অভিযান ৩.০ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রিজার্ভ ব্যাঙ্ক যখন বলছে ইতিহাসে প্রথমবার আর্থিক মন্দার সামনে দাঁড়িয়ে আছে ভারত সেই সময়েই নির্মলার বক্তব্য, করোনাকালেও ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, বেড়েছে জিএসটি আদায়ের পরিমাণ বেড়েছে। এদিন মোট ১২টি ক্ষেত্রের জন্য প্যাকেজ ঘোষণা করলেন নির্মলা।
advertisement

অর্থমন্ত্রী এদিন বলেন, চলতি বছরে জিএসটি আদায় হয়েছে অন্তত ১.০৫ লক্ষ কোটি টাকা। তিনি আশা দিয়ে বলেন তৃতীয় ত্রৈমাসিকে আর্থিক আদায় আরও বাড়বে। তাঁর মতে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।

এদিন অর্থমন্ত্রী জানান, নতুন কর্মসংস্থান তৈরি হলে সরকারের তরফে ভর্তুকি পাওয়া যাবে। পিএফ খাতে সংস্থা এবং কর্মী উভয়ের তরফেরই ১২ শতাংশ টাকা সরকার ভর্তুকি হিসেবে দেবে ২ বছর। যদিও সেক্ষেত্রে সংস্থার কর্মী সংখ্যা অন্তত ১০০০ হওয়া জরুরি।  ১৫ হাজারের কম বেতন পান এমন কর্মীদের জন্যও এই ভর্তুকি প্রযোজ্য।

advertisement

চাষিদের ক্ষেত্রে সার ও কীচনাশক কেনার ভর্তুকি হিসেবে সরকার খরচ করবে ৬৫ হাজার কোটি টাকা। পিএম আবাস কল্যাণ যোজনা থেকে দেওয়া হবে আরও ১০ হাজার কোটি টাকা।এছাড়াও ক্ষুদ্র মাঝারি ও অতিক্ষুদ্র শিল্পের জন্য ৩ লক্ষ কোটি টাকার ঋণ গ্যারেন্টি ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।১৮

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তৈরি হবে ১৮ লক্ষ নতুন বাড়ি।এক্ষেত্রে কর্মসংস্থান হবে অন্তত ৭৮ লক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আত্মনির্ভর ভারত অভিযান ৩.০: কর্মসংস্থানের ডাক, পিএফ-এ মালিক-কর্মী উভয়পক্ষকেই বিরাট স্বস্তি, নির্মলা সীতারামনের দাওয়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল