TRENDING:

#Egiye Bangla ভাগীরথীর চরে সুভাষদ্বীপ পার্ক এখন পর্যটকদের নতুন ডেস্টিনেশন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: ভাগীরথীর চরে সুভাষদ্বীপ পার্ক এখন পর্যটকদের ডেস্টিনেশন। নদী বক্ষে তৈরি হয়েছে ঝুলন্ত ব্রিজ। পািখরালয়, শিশু উদ্যান ও বিভিন্ন গাছে সাজানো হয়েছে পার্ক। সত্তর একর জায়গা ঘিরে পার্ক তৈরি করেছে জঙ্গিপুর পুরসভা।
advertisement

নবাবের শহর মুর্শিদাবাদ। রঘুনাথগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদী। শহরের বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘোরার পর এখন ভাগীরথীর চরে সুভাষদ্বীপ পার্ক এখন পর্যটকদের ডেস্টিনেশন। জঙ্গিপুর পুরসভার উদ্যোগে প্রায় সত্তর একর জায়গা ঘিরে তৈরি হয়েছে সুভাষদ্বীপ পার্ক। বাম আমলে পার্ক তৈরি হয় পার্কটি। রক্ষণােবক্ষণ ও সংস্কারের অভাবে চেহারা নিয়েছিল জঙ্গলের। পার্কটিকে নতুন করে সাজিয়েছে রাজ্য সরকার। ভাঙনের হাত থেকে ভাগীরথীর চর রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুভাষদ্বীপ পার্ক সেজে ওঠায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরাও।সুভাষদ্বীপ পার্কে হরিণ উদ্যান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও পাঠানো হয়েছে। এখন তা মঞ্জুরের অপেক্ষামাত্র। প্রতিদিন পর্যটকের আনাগোনা বাড়ছে। হরিণ উদ্যান তৈরির পর সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করছে পুরসভা।

বাংলা খবর/ খবর/দেশ/
#Egiye Bangla ভাগীরথীর চরে সুভাষদ্বীপ পার্ক এখন পর্যটকদের নতুন ডেস্টিনেশন