গুজরাত স্কুল বোর্ড জানিয়ে দিয়েছে, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীকেই স্কুলে হাজিরার সময় 'জয় হিন্দ' বা 'জয় ভারত' বলতে হবে৷ গুজরাতের প্রতিটি জেলায় শিক্ষা আধিকারিকদের ২০১৯ সালের ১ জানুয়ারি থেকেই নয়া নিয়ম লাগু করার নির্দেশ দিয়েছেন৷ রাজ্যের প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলে এই নিয়ম পয়লা জানুয়ারি থেকেই চালু হয়ে যাচ্ছে৷
advertisement
আমেদাবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় অধিবেশনে এই বদল নিয়ে আলোচনা হয়েছিল৷ তারপরেই গুজরাতের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্র সিন চুড়াসামা এই বিষয়টি নিয়ে বৈঠক করেন৷ নোটিশে বলা হয়েছে, হাজিরার সময় স্কুল পড়ুয়ারা জয় হিন্দ বা জয় ভারত বললে, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হবে৷ ছোট থেকেই তাদের মধ্যে দেশপ্রেম জাগবে৷ গুজরাত শিক্ষা দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার৷
গুজরাত সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি নেতা মাজিদ মেমনের কথায়, 'এই ধরনের উদ্যোগ দেশপ্রেম জাগাতে বিশেষ সাহায্য করে না৷ দেশপ্রেম আসে মনের ভিতর থেকে৷'