TRENDING:

'ইয়েস স্যর' নয়, গুজরাতে স্ক‌ুলে টিচার নাম ডাকলে বলতে হবে 'জয় ভারত'

Last Updated:

গুজরাত স্কুল বোর্ড জানিয়ে দিয়েছে, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীকেই স্কুলে হাজিরার সময় 'জয় হিন্দ' বা 'জয় ভারত' বলতে হবে৷ গুজরাতের প্রতিটি জেলায় শিক্ষা আধিকারিকদের ২০১৯ সালের ১ জানুয়ারি থেকেই নয়া নিয়ম লাগু করার নির্দেশ দিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গান্ধীনগর: নতুন বছরে স্কুল পড়ুয়াদের জন্য নয়া ফরমান জারি করল গুজরাত সরকার৷ স্কুল পড়ুয়ারা হাজিরার সময় আর ইয়েস স্যর, প্রেজেন্ট স্যর বলতে পারবে না৷ শিক্ষক নাম ডাকলেই বলতে হবে, 'জয় হিন্দ' বা 'জয় ভারত'৷
advertisement

গুজরাত স্কুল বোর্ড জানিয়ে দিয়েছে, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীকেই স্কুলে হাজিরার সময় 'জয় হিন্দ' বা 'জয় ভারত' বলতে হবে৷ গুজরাতের প্রতিটি জেলায় শিক্ষা আধিকারিকদের ২০১৯ সালের ১ জানুয়ারি থেকেই নয়া নিয়ম লাগু করার নির্দেশ দিয়েছেন৷ রাজ্যের প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলে এই নিয়ম পয়লা জানুয়ারি থেকেই চালু হয়ে যাচ্ছে৷

advertisement

আমেদাবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় অধিবেশনে এই বদল নিয়ে আলোচনা হয়েছিল৷ তারপরেই গুজরাতের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্র সিন চুড়াসামা এই বিষয়টি নিয়ে বৈঠক করেন৷ নোটিশে বলা হয়েছে, হাজিরার সময় স্কুল পড়ুয়ারা জয় হিন্দ বা জয় ভারত বললে, জাতীয়তাবাদে উদ্ব‌ুদ্ধ হবে৷ ছোট থেকেই তাদের মধ্যে দেশপ্রেম জাগবে৷ গুজরাত শিক্ষা দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গুজরাত সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি নেতা মাজিদ মেমনের কথায়, 'এই ধরনের উদ্যোগ দেশপ্রেম জাগাতে বিশেষ সাহায্য করে না৷ দেশপ্রেম আসে মনের ভিতর থেকে৷'

বাংলা খবর/ খবর/দেশ/
'ইয়েস স্যর' নয়, গুজরাতে স্ক‌ুলে টিচার নাম ডাকলে বলতে হবে 'জয় ভারত'