TRENDING:

মামা ও দুই বন্ধুকে নিয়ে জলে নেমেছিল কিশোর... নিমেষে সব শেষ! এলাকা জুড়ে কান্নার রোল

Last Updated:

দারকেশ্বর নদে জলের স্রোত বেশি থাকায় তলিয়ে যেতে থাকে তিনজনই। স্থানীয়রা দেখতে পেয়ে অন্য দুই সঙ্গীকে কোনওক্রমে নদের পাড়ে তুলে আনে। সঙ্গে থাকা মামা চেষ্টা করেও সালমানকে উদ্ধার করতে পারেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দাস, বাঁকুড়া: বিষ্ণুপুরে জলে ডুবে নবম শ্রেণির তিন ছাত্রের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে ইন্দাসে আবারও দারকেশ্বর নদে জলে ডুবে মৃত্যু হল পঞ্চম শ্রেণির ছাত্রের। মামা ও দুই সঙ্গীর সঙ্গে দারকেশ্বর নদে স্নান করতে নেমে মৃত্যু পঞ্চম শ্রেণির পড়ুয়ার।
Image : AI
Image : AI
advertisement

মামা ও দুই সঙ্গীর সঙ্গে দারকেশ্বর নদে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক পড়ুয়ার। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার সামড়োঘাট সেতুর কাছে। মৃত পড়ুয়ার নাম শেখ সালমান। দারকেশ্বর নদে তল্লাশি চালিয়ে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয়রা। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় দারকেশ্বর নদের জলে তলিয়ে এই নিয়ে মৃত্যু হল চার পড়ুয়ার।

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ইন্দাস ব্লকের বাসিন্দা শেখ সালমান স্কুলে না গিয়ে দুপুরে মামা ও পরিবারের অন্য দুই সঙ্গীর সঙ্গে স্নান করতে যায় স্থানীয় দারকেশ্বর নদের সামড়োঘাটে। সেখানে পৌঁছাতেই জলে নামে শেখ সালমান ও তার দুই সঙ্গী। দারকেশ্বর নদে জলের স্রোত বেশি থাকায় তলিয়ে যেতে থাকে তিনজনই। স্থানীয়রা দেখতে পেয়ে অন্য দুই সঙ্গীকে কোনওক্রমে নদের পাড়ে তুলে আনে। সঙ্গে থাকা মামা চেষ্টা করেও সালমানকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পড়ুয়ার খোঁজে দারকেশ্বর নদে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরে ঘটনাস্থলের অদূরেই ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে সুভাষ পল্লী ঘাটে দারকেশ্বর নদে স্নান করতে নেমে নবম শ্রেণীর তিন পড়ুয়া নিখোঁজ হয়ে যায়। বুধবারই ওই তিন জনের দেহ উদ্ধার হয়। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এবার ইন্দাসে দারকেশ্বর নদে তলিয়ে গিয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মামা ও দুই বন্ধুকে নিয়ে জলে নেমেছিল কিশোর... নিমেষে সব শেষ! এলাকা জুড়ে কান্নার রোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল