পঞ্জাবের মানসা জেলার ঘটনা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ছাত্রীর বাবা পেশায় খেত মজুর৷ বেশ কয়েক সপ্তাহ ধরেই বাবার কাছে সে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য অনুরোধ করে৷ কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে, মেয়েকে স্মার্টফোন কিনে দিতে পারেননি বাবা৷ মেয়েটির বাবা জগশীর সিং-এর কথায়, 'আমার মেয়ে খুব কষ্টে ছিল৷ খুব চাপে থাকত৷ আমি ওকে স্মার্টফোন কিনে দিতে পারিনি৷ চেষ্টা করেছিলাম৷ আমি সামান্য খেত মজুর৷ স্মার্টফোন কেনার টাকা নেই৷ ও নিজেকে শেষ করে দিল৷'
advertisement
গত ফেব্রুয়ারি মাসে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছিলেন, তিনি যুবক-যুবতীদের মধ্যে স্মার্টফোন বিলি করার প্রতিশ্রুতি রাখতে পারছেন না৷ কারণ করোনা ভাইরাস সংক্রমণ৷
চলতি মাসেরই শুরুতে কেরলের মলপ্পুরম জেলায় একই ভাবে স্মার্টফোনের অভাবে অনলাইন ক্লাস করতে না-পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে৷
