TRENDING:

হায়দরাবাদের নর্দমায় মিলল পোলিও ভাইরাস

Last Updated:

বুধবার হায়দরাবাদের নর্দমার জলে মিলেছে পোলিও ভাইরাস। এই পরিস্থিতি তেলেঙ্গনা জুড়ে চরম সতর্কতা জারি করল রাজ্য প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: বুধবার হায়দরাবাদের নর্দমার জলে মিলেছে পোলিও ভাইরাস। এই পরিস্থিতি তেলেঙ্গনা জুড়ে চরম সতর্কতা জারি করল রাজ্য প্রশাসন। বুধবারই বিশেষ বিমানে হায়দরাবাদে পৌঁছচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ২ লক্ষ প্রতিষেধক।
advertisement

আগামী ২৬ জুনের মধ্যে এই টিকা কর্মসূচি শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রেড্ডি। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি রাখা হয়েছে বিশেষ মেডিক্যাল টিম। হায়দরাবাদ ও রঙ্গা রেড্ডি জেলার নর্দমার জলে P2 স্টেইন প্রকৃতি পোলিও ভাইরাসের নমুনা মিলেছে বলে প্রশাসন সূত্রে খবর।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উচ্চ ক্ষমতাসম্পন্ন এই পোলিও দ্রুত জলে ছড়িয়ে পড়ে। ২০১০ থেকে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষিত হয়েছে ভারত। ২০০৯ সাল থেকে দেশের কোথাও পোলিও-র ঘটনা সামনে আসেনি। এই পরিস্থিতিতে নতুন করে পোলিওর নমুনা মেলার ঘটনায় কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
হায়দরাবাদের নর্দমায় মিলল পোলিও ভাইরাস