TRENDING:

মুখ খুললেন অপহৃত গুরুদাসপুরের এসপি, বয়ান ঘিরে বিতর্ক

Last Updated:

প্রকাশ্যে এলেন পাঠানকোটকাণ্ডে জঙ্গিদের হাতে অপহৃত গুরুদাসপুরের এসপি সালবিন্দর সিং ৷ সংবাদ মাধ্যমের কাছে হামলার বিষয়ে বয়ান দিলেন তিনি ৷ তাঁর বয়ান ঘিরেই উঠল নতুন বিতর্ক ৷ এসপি-র বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগও ৷ এসপি সলবিন্দর নিজেই জানালেন, আত্মসমর্পণ করেছিলাম জঙ্গিদের হাতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুরুদাসপুর: প্রকাশ্যে এলেন পাঠানকোটকাণ্ডে জঙ্গিদের হাতে অপহৃত গুরুদাসপুরের এসপি সালবিন্দর সিং ৷ সংবাদ মাধ্যমের কাছে হামলার বিষয়ে বয়ান দিলেন তিনি ৷ তাঁর বয়ান ঘিরেই উঠল নতুন বিতর্ক ৷ এসপি-র বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগও ৷ এসপি সলবিন্দর নিজেই জানালেন, প্রাণ হারানো ভয়ে আত্মসমর্পণ করেছিলাম জঙ্গিদের হাতে !
advertisement

পাঠানকোট বিমানঘাঁটি হামলার ঠিক l তিনদিন পর প্রকাশ্যে বয়ান দিলেন জঙ্গিদের হাতে অপহৃত হওয়া গুরুদাসপুরের এসপি সলবিন্দর সিং ৷ মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, ‘আমি মন্দিরে যাচ্ছিলাম ৷ তখনই আমায় অপহরণ করা হয় ৷’ সঙ্গে এসপি জানান, ‘আমায় ছুরি দিয়ে আঘাতও করা হয় ৷ প্রত্যেকেই সশস্ত্র ছিল ৷ আমি কি করে ওদের ঠেকাতাম ৷ আমার চোখ বেঁধে দেওয়া হয় ৷ ‘আমার মোবাইল কেড়ে নেয় জঙ্গিরা ৷ জঙ্গিদের কাছে AK-47 ছিল ৷ আমার হাতে কোনও অস্ত্র ছিল না ৷ লড়তে গেলে প্রাণে মেরে ফেলত আমাকে৷ নিরস্ত্র ছিলাম বলেই আত্মসমর্পণ করেছিলাম জঙ্গিদের হাতেরাস্তা খোঁজার জন্য ওরা GPRS ব্যবহার করেছিল ৷ ওরা সবাই উর্দু ভাষায় কথা বলছিল ৷   ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
মুখ খুললেন অপহৃত গুরুদাসপুরের এসপি, বয়ান ঘিরে বিতর্ক