সুপার নিউম্যারিক পোস্ট তৈরির জন্য ক্যাবিনেট যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার উপর সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয় আদালত। প্রধাণ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আজ ১৬ জুলাই পর্যন্ত চাকরি খারিজের উপর স্থগিতাদেশ দেন। তিনি বলেছিলেন, যোগ্য-অযোগ্য চাকরি প্রার্থীদের যদি আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা সঠিক হবে না। একই সঙ্গে তিনি ২৫৭৫৩ জনকে মুচলেকা দিতে বলেন, যে যদি অযোগ্য বলে প্রমাণিত হন, তাহলে বেতন ফেরত দিতে হবে।
advertisement
আরও পড়ুন: জয় চাই আরও ছয় উপনির্বাচনে! কেন্দ্রে কেন্দ্রে কোমর বেঁধে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস
সিবিআই তদন্তে বাধা না দিলেও কোনও রকম গ্রেফতারি করা যাবে না বলেও অন্তর্বতীকালীন নির্দেশ দিয়েছিলেন প্রধাণ বিচারপতি। মঙ্গলবারের শুনানিতে বোঝা যাবে, যোগ্য-অযোগ্যদের কি আলাদা করতে সক্ষম হল বোর্ড? সিবিআইয়ের তরফ থেকেও বা কী বক্তব্য পেশ করা হচ্ছে।
সরকারের সঙ্গে এই মামলায় যুক্ত হয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ এবং বেশ কিছু শিক্ষক সংগঠনও।