TRENDING:

Mahua Moitra: আগামিকাল সংসদে মহুয়ার ভাগ্য নির্ধারণ? আধ ঘণ্টায় সিদ্ধান্ত, সুদীপকে জানালেন অধ্যক্ষ

Last Updated:

ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে নেমে মহুয়া মৈত্রকে দোষী সাব্যস্ত করেছে লোকসভার এথিক্স কমিটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আগামিকাল, শুক্রবারই কি সংসদ থেকে বহিষ্কৃত হবেন মহুয়া মৈত্র? সেরকম সম্ভাবনাই প্রবল৷ কারণ আগামিকালই মহুয়ার বিরুদ্ধে জমা পড়া লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট সংসদে পেশ হবে বলে জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ ওম বিড়লা৷ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই এ কথা জানিয়েছেন৷
বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ফাইল ছবি
বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ফাইল ছবি
advertisement

লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম দিনই বিষয়টি লোকসভার কার্যবিবরণীতে ছিল৷ কিন্তু সেদিন বিষয়টি উত্থাপিত হয়নি৷ আজকে যখন অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলাম তখন অধ্যক্ষ জানান যে এথিক্স কমিটির রিপোর্টের সঙ্গে বহিষ্কারের প্রস্তাবও আসবে৷ আগামিকালই বিষয়টি লোকসভায় আসবে৷’

তবে বহিষ্কার প্রস্তাবের বিরুদ্ধে মহুয়াকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে বলে দাবি তুলেছে তৃণমূল৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইন্ডিয়া জোটের সব দলই মহুয়া মৈত্রের বহিষ্কারের সুপারিশের বিরোধিতা করেছে৷ তারা নিজেদের বক্তব্য রাখতে চায়৷ আমরা অধ্যক্ষকে বলেছি মহুয়া মৈত্রকেও নিজের বক্তব্য পেশের সুযোগ দিতে হবে৷ গোটা বিষয়টি লোকসভার আলোচনার মধ্যে রাখতে হবে৷ অধ্যক্ষ জানিয়েছেন, তিনি আধ ঘণ্টার মধ্যে বিষয়টির নিষ্পত্তি করার কথা ভেবেছেন৷ তবে তিনি জানিয়েছেন, আপনার কথা আমি শুনে রাখলাম৷’

advertisement

আরও পড়ুন: নিজের বাড়িতেই বুলডোজার, শপথ নিয়েই কী করলেন তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী?

ইতিমধ্যেই শুক্রবার দলের সব সাংসদকে লোকসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি৷ সরকারের প্রস্তাবগুলিকে পাস করানোর দলীয় সাংসদদের সমর্থন নিশ্চিত করতেই এই নির্দেশ দিয়েছে কেন্দ্রের শাসক দল৷ এর মধ্যে অন্যতম অবশ্যই মহুয়া মৈত্রের বহিষ্কারের সুপারিশ করে আনা সরকারের পক্ষের প্রস্তাব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে নেমে মহুয়া মৈত্রকে দোষী সাব্যস্ত করেছে লোকসভার এথিক্স কমিটি৷ মহুয়ার বিরুদ্ধে দামি উপহার নিয়ে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে৷ মহুয়া অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার পাল্টা অভিযোগ এনেছেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: আগামিকাল সংসদে মহুয়ার ভাগ্য নির্ধারণ? আধ ঘণ্টায় সিদ্ধান্ত, সুদীপকে জানালেন অধ্যক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল