TRENDING:

অনশন তুললেন আন্না হাজারে

Last Updated:

মঙ্গলবার অনশন তোলার পর আন্না হাজারে বলেন, 'মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে৷ তাই অনশন তোলার সিদ্ধান্ত নিলাম৷' এ দিন দুপুরে রালেগাঁও সিদ্ধিতে আন্না হাজারের সঙ্গে দেখা করতে যান ফড়বীশ৷ তিনি জানান, সরকার আন্না হাজারের সব দাবি মেনে নিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রালেগাঁও সিদ্ধি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বীশের অনুরোধে ৭ দিনের অনশন প্রত্যাহার করলেন সমাজকর্মী আন্না হাজারে৷ লোকপাল গঠন ও প্রতিটি রাজ্যে লোকায়ুক্ত গঠনের দাবিতে অনশন শুরু করেন আন্না হাজারে৷
advertisement

মঙ্গলবার অনশন তোলার পর আন্না হাজারে বলেন, 'মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে৷ তাই অনশন তোলার সিদ্ধান্ত নিলাম৷' এ দিন দুপুরে রালেগাঁও সিদ্ধিতে আন্না হাজারের সঙ্গে দেখা করতে যান ফড়বীশ৷ তিনি জানান, সরকার আন্না হাজারের সব দাবি মেনে নিয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল সাফল্যের অন্যতম শ্রেয় যায় সমাজসেবক আন্না হাজারের দিকে অনেকটাই ৷ সোমবারই দাবি করেন বিশিষ্ট সমাজসেবী আন্না হাজারে৷ গত বুধবার মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রালেগাঁও সিদ্ধি গ্রামে অনশনে বসেন আন্না হাজারে ৷ সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্না জানিয়েছেন, ‘হ্যাঁ ৷ ২০১৪ সালে আমার আন্দোলনই বিজেপি এবং আম আদমি পার্টিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অনশন তুললেন আন্না হাজারে