TRENDING:

অনশন তুললেন আন্না হাজারে

Last Updated:

মঙ্গলবার অনশন তোলার পর আন্না হাজারে বলেন, 'মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে৷ তাই অনশন তোলার সিদ্ধান্ত নিলাম৷' এ দিন দুপুরে রালেগাঁও সিদ্ধিতে আন্না হাজারের সঙ্গে দেখা করতে যান ফড়বীশ৷ তিনি জানান, সরকার আন্না হাজারের সব দাবি মেনে নিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রালেগাঁও সিদ্ধি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বীশের অনুরোধে ৭ দিনের অনশন প্রত্যাহার করলেন সমাজকর্মী আন্না হাজারে৷ লোকপাল গঠন ও প্রতিটি রাজ্যে লোকায়ুক্ত গঠনের দাবিতে অনশন শুরু করেন আন্না হাজারে৷
advertisement

মঙ্গলবার অনশন তোলার পর আন্না হাজারে বলেন, 'মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে৷ তাই অনশন তোলার সিদ্ধান্ত নিলাম৷' এ দিন দুপুরে রালেগাঁও সিদ্ধিতে আন্না হাজারের সঙ্গে দেখা করতে যান ফড়বীশ৷ তিনি জানান, সরকার আন্না হাজারের সব দাবি মেনে নিয়েছে৷

২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল সাফল্যের অন্যতম শ্রেয় যায় সমাজসেবক আন্না হাজারের দিকে অনেকটাই ৷ সোমবারই দাবি করেন বিশিষ্ট সমাজসেবী আন্না হাজারে৷ গত বুধবার মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রালেগাঁও সিদ্ধি গ্রামে অনশনে বসেন আন্না হাজারে ৷ সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্না জানিয়েছেন, ‘হ্যাঁ ৷ ২০১৪ সালে আমার আন্দোলনই বিজেপি এবং আম আদমি পার্টিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অনশন তুললেন আন্না হাজারে