প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে আজ বড় বেশি আবেগপ্রবণ তাঁর কাছের মানুষরা ৷ কারও কাছে তিনি মমতাময়ী মায়ের মতো, কারও কাছে স্নেহশীলা দিদি, কারও কাছে তিনি রাজনৈতিক গুরু, কারও কাছে দায়িত্ববান মন্ত্রী ৷ একেকজন একেক রূপে পেয়েছে সুষমাকে ৷ স্মৃতির ডালি উপচে পড়ছে অতীতের সেই কথার ভিড়ে ৷
ট্যুইটারে আবেগঘন পোস্ট করলেন বিজেপির আর এক মন্ত্রী স্মৃতি ইরানি ৷ বহুদিন সুষমাকে কাছ থেকে পেয়েছেন তিনি ৷ তাঁকে বড় দিদির মতো পাশে পেয়েছেন সব সময় ৷ কিন্তু মৃত্যুর পর সেই দিদির প্রতিই নালিশ করলেন ছোট বোন স্মৃতি ৷ লিখলেন, কথা দিয়েও কথা রাখেননি সুষমা ৷ বাঁশুরি আর স্মৃতিকে নিজের প্রিয় রেস্তোরাঁয় খেতে নিয়ে যাওয়ার কথা দিয়েছিলেন তিনি ৷ কিন্তু সেই কথা রাখার আগেই চলে গেলেন সুষমা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2019 3:37 PM IST