নয়াদিল্লি: প্রয়াত টাটা ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান নোয়েল টাটার মা এবং সংস্থার প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার সৎমা সিমোনে টাটা। বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। শুক্রবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯৫ বছর।
advertisement
সিমোন টাটা ছিলেন নেভাল টাটার দ্বিতীয় স্ত্রী। তাঁর একমাত্র সন্তান নোয়েল টাটা বর্তমানে ট্রাস্ট এবং তিনটি টাটা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান। নোয়েল টাটার মা সিমোন টাটা একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। প্রসাধনী সংস্থা ল্যাকমিকে প্রথম সারিতে নিয়ে এসেছিলেন।
তাঁর মৃত্যুতে পরিবারের পাশাপাশি সারা বিশ্বের প্রসাধনী জগতে শোক প্রকাশ করেছে। চলতি বছরের শুরু থেকেই অসুস্থ ছিলেন তিনি। দুবাইতে তাঁর চিকিৎসা চলছিল। চলতি বছরের আগস্টে নিয়ে আসে হয় দেশে। তারপর তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে টাটা গ্রুপ জানিয়েছে, শনিবার সকালে কোলাবার ক্যাথেড্রাল অফ দ্য হলি নেম চার্চে ল্যাকমির প্রতিষ্ঠাতা সিমোন টাটাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
টাটা গ্রুপের তরফে একটি বিবৃতিতে সিমোনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। সিমোনের মৃত্যুতে শোকপ্রকাশ করে সেই বিবৃতিতে বলা হয়েছে, আগামী শনিবার কোলাবার ক্যাথিড্রাল অফ দ্য হোলি নেম চার্চে সিমোনের শেষকৃত্য সম্পন্ন করা হবে। তবে শুধুই শিল্পপতি পরিবারের সদস্যা ছিলেন, এই তাঁর একমাত্র পরিচিতি নয়। ভারতীয় প্রসাধনের অন্যতম প্রধান ব্র্যান্ড Lakme–র প্রতিষ্ঠাতাও সিমোনে।
সুইজারল্যান্ডের রাজধানী জেনিভাতে জন্ম হয়েছিল সিমোনের। ১৯৫১ সালে পর্যটক হিসেবেই প্রথম ভারতে আসেন তিনি। বছর দুই পরে শিল্পপতি নাভাল টাটার সঙ্গে বিয়ে হয় তাঁর। ১৯৬০ সালে টাটাগ্রুপের ব্যবসায় যোগ দেন তিনি।
