TRENDING:

Simone Tata: প্রয়াত সিমোনে টাটা! ভারতে এসেছিলেন পর্যটক হিসেবে, তিনিই হয়ে ওঠে টাটাদের অন্যতম 'মুখ'! গল্পকেও হার মানায় যে কাহিনি

Last Updated:

Simone Tata: সিমোন টাটা ছিলেন নেভাল টাটার দ্বিতীয় স্ত্রী। তাঁর একমাত্র সন্তান নোয়েল টাটা বর্তমানে ট্রাস্ট এবং তিনটি টাটা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রয়াত সিমোনে টাটা
প্রয়াত সিমোনে টাটা
advertisement

নয়াদিল্লি: প্রয়াত টাটা ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান নোয়েল টাটার মা এবং সংস্থার প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার সৎমা সিমোনে টাটা। বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। শুক্রবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯৫ বছর।

advertisement

সিমোন টাটা ছিলেন নেভাল টাটার দ্বিতীয় স্ত্রী। তাঁর একমাত্র সন্তান নোয়েল টাটা বর্তমানে ট্রাস্ট এবং তিনটি টাটা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান নোয়েল টাটার মা সিমোন টাটা একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। প্রসাধনী সংস্থা ল্যাকমিকে প্রথম সারিতে নিয়ে এসেছিলেন

advertisement

আরও পড়ুন: মা প্রাক্তন প্রধানমন্ত্রী, তবু কেন খালেদা জিয়ার ছেলে তারেক বাংলাদেশে ঢুকতে পারেন না? পিছনে বড় কারণ!

তাঁর মৃত্যুতে পরিবারের পাশাপাশি সারা বিশ্বের প্রসাধনী জগতে শোক প্রকাশ করেছে। চলতি বছরের শুরু থেকেই অসুস্থ ছিলেন তিনি। দুবাইতে তাঁর চিকিৎসা চলছিলচলতি বছরের আগস্টে নিয়ে আসে হয় দেশেতারপর তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়সেখানেই চিকিৎসা চলছিল তাঁরশুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনিএক বিবৃতিতে টাটা গ্রুপ জানিয়েছে, শনিবার সকালে কোলাবার ক্যাথেড্রাল অফ দ্য হলি নেম চার্চে ল্যাকমির প্রতিষ্ঠাতা সিমোন টাটাকে শেষ শ্রদ্ধা জানানো হবে

advertisement

টাটা গ্রুপের তরফে একটি বিবৃতিতে সিমোনের মৃত্যুর খবর দেওয়া হয়েছেসিমোনের মৃত্যুতে শোকপ্রকাশ করে সেই বিবৃতিতে বলা হয়েছে, আগামী শনিবার কোলাবার ক্যাথিড্রাল অফ দ্য হোলি নেম চার্চে সিমোনের শেষকৃত্য সম্পন্ন করা হবে। তবে শুধুই শিল্পপতি পরিবারের সদস্যা ছিলেন, এই তাঁর একমাত্র পরিচিতি নয়। ভারতীয় প্রসাধনের অন্যতম প্রধান ব্র্যান্ড Lakmeর প্রতিষ্ঠাতাও সিমোনে

advertisement

সুইজারল্যান্ডের রাজধানী জেনিভাতে জন্ম হয়েছিল সিমোনের। ১৯৫১ সালে পর্যটক হিসেবেই প্রথম ভারতে আসেন তিনি। বছর দুই পরে শিল্পপতি নাভাল টাটার সঙ্গে বিয়ে হয় তাঁর। ১৯৬০ সালে টাটাগ্রুপের ব্যবসায় যোগ দেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জলাশয় রক্ষায় ৫০০ ফুট আলপনা! বসিরহাটে মহাযজ্ঞ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Simone Tata: প্রয়াত সিমোনে টাটা! ভারতে এসেছিলেন পর্যটক হিসেবে, তিনিই হয়ে ওঠে টাটাদের অন্যতম 'মুখ'! গল্পকেও হার মানায় যে কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল