ওই অপরিচিত মহিলার অভিযোগ, তিনি সিদ্দারামাইয়াকে জানাতে যান, বিধায়ক যতীন্দ্রের সাক্ষাত্ তিনি পাচ্ছেন না৷ যতীন্দ্র হলেন সিদ্দারামাইয়ার ছেলে৷ এ হেন মুহূর্তেই রেগে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ মহিলার হাত থেকে মাইকটি কেড়ে নিতে যান৷
advertisement
তখনই বিপত্তি৷ মাইকের বদলে সিদ্দারামাইয়ার হাতে চলে আসে মহিলার ওড়না৷ তীব্র চিত্কার চেঁচামেচি শুরু হয়ে যায়৷
Location :
First Published :
January 28, 2019 4:38 PM IST