জানা গিয়েছে, দিল্লির রোহিনি আদালতে (Rohini Shootout) এদিন শুনানি চলাকালীনই এলোপাথাড়ি গুলি (Firing in Delhi Court) চালাতে করে বন্দুকবাজরা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জানা গিয়েছে, এদিন কোর্টরুম নম্বর ২০৬-এ এই কাণ্ড ঘটেছে। বন্দুকবাজরা আইনজীবীর পোশাকে এসেছিল। তাই দুষ্কৃতীদের সহজে ধরা যায়নি।
দিন কয়েক আগেই গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছিল গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে। এদিন তাঁকে ও আরও কয়েকজনকে আদালতে তোলা হয়। সেই সময়ই আইনজীবীর ছদ্মবেশে আসা দুষ্কৃতীরা আদালত কক্ষের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতেই জিতেন্দ্র ও তাঁর তিন সহযোগীর মৃত্যু হয়। আরও দুই মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
advertisement
আরও পড়ুন: জটিলতা আরও বাড়ল? ভবানীপুরের ভোট নিয়ে কমিশনের উপর চরম ক্ষুব্ধ হাইকোর্ট! যা হল..
প্রসঙ্গত, গত জুলাই মাসে দিল্লির দ্বারকায় আদালতের মধ্যেই গুলি চলেছিল। গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছিল সেই সময়। সেই সময়ও গুলি চালানোর সময় আদালতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন আইনজীবী সহ আরও অনেকে। সেই সময়ও এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলায় শুনানি চলছিল। সেই সময় অভিযুক্তরা তাঁকে গুলি করেই সেখান থেকে পালিয়ে যায়। সেই ঘটনার পর আবার এদিনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশের রাজধানীজুড়ে।