advertisement
আজই এই মামলার শুনানির জন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে শিবসেনা৷ শিবসেনার বক্তব্য, রাজ্যপাল তাদের ৩ দিনের সময় না-দিয়ে ঠিক কাজ করেননি৷ যদিও সুপ্রিম কোর্টের তরফে মামলাটির গ্রহণ ও শুনানি নিয়ে কিছু জানানো হয়নি এখনও৷
সোমবার এনসিপি-কে সরকার গঠনের জন্য আজ রাত সাডড়ে ৮টা পর্যন্ত সময় দিয়েছিলেন রাজ্যপাল৷ শিবসেনা সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে না পেরে, রাজ্যপালের কাছে তিন দিন সময় চায়৷ যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছেন রাজ্যপাল৷ এ দিকে কংগ্রেস জানিয়ে দিয়েছে, তাদের কোনও তাড়াহুড়ো নেই৷ রাষ্ট্রপতি শাসন হলেও তাতে দলের কোনও সমস্যা নেই৷ কংগ্রেস নেতা রজনী পাতিলের কথায়, 'রাষ্ট্রপতি শাসন কংগ্রেসের কাছে কোনও সমস্যার বিষয় নয়৷ কংগ্রেস ও এনসিপি যখনই সিদ্ধান্তে পৌঁছবে, প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যপালের কাছে যাবো৷ আমাদের নেতারা শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা করছেন৷ সনিয়া গান্ধি জোট নিয়ে প্রত্যেকের মত চেয়েছেন৷ অতএব কংগ্রেস দেরি করছে, এটা বলা ঠিক নয়৷'
মহারাষ্ট্রের রাজভবনের তরফে, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হয়েছে বলে একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে৷ এনসিপি নেতা নবাব মালিকের কথায়, 'এনসিপি বিশ্বাস করে, তিনটি দল (কংগ্রেস, এনসিপি ও শিবসেনা) ঐক্যমত্যে না পৌঁছলে বিকল্প সরকার গড়া সম্ভব নয়৷ একটি স্থায়ী সরকার গড়তে তিন দলকেই এক হতে হবে৷'