TRENDING:

তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসন কেন? নিন্দায় সরব শিবসেনা-এনসিপি-কংগ্রেস

Last Updated:

রাজ্যপাল সোমবার সরকার গঠনের জন্য আজ অর্থাত্‍ মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সময় দিয়েছিলেন৷ এ হেন পরিস্থিতিতে ডেডলাইনের আগে তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কেন করলেন রাজ্যপাল, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেছে শিবসেনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নির্ধারিত সময়সীমা পেরনোর আগেই রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে সরব হল কংগ্রেস, এনসিপি, শিবসেনা৷ কংগ্রেসের অভিযোগ, রাজ্যপাল সব দলকে সরকার গড়ার আমন্ত্রণ জানালেন৷ কিন্তু কংগ্রেসকে একবারও ডাকলেন না৷ কংগ্রেস নেতা আহমেদ পটেলের কথায়, 'যে ভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হল, আমি এর তীব্র নিন্দা করছি৷ এই সরকার বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানেনি গত ৫ বছরে৷ সংবিধান নিয়ে মজা করছে৷' একই ভাবে রাষ্ট্রপতি শাসনের নিন্দায় সরব হলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেও৷
advertisement

রাজ্যপাল সোমবার সরকার গঠনের জন্য আজ অর্থাত্‍ মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সময় দিয়েছিলেন৷ এ হেন পরিস্থিতিতে ডেডলাইনের আগে তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কেন করলেন রাজ্যপাল, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেছে শিবসেনা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ দিন সাংবাদিক বৈঠকে উদ্ধব ঠাকরে বলেন, 'বিজেপি ও শিবসেনা বুহ দিন একসঙ্গে ছিল৷ এ বার শিবসেনাকে এনসিপি-কংগ্রেসের সঙ্গে এগোতেই হবে৷ আমরা এনসিপি-কংগ্রেসের সঙ্গে আবার কথা বলব৷' সূত্রের খবর, রিসর্টে থাকা বিধায়কদের শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, 'বিজেপি এখনও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে৷ যদি বিজেপি আমাদের দাবি মেনে নেয়, তা হলে কোনও অসুবিধা নেই৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসন কেন? নিন্দায় সরব শিবসেনা-এনসিপি-কংগ্রেস