TRENDING:

মহিলাদের থেকে ভোটের সম্মান বেশি, মন্তব্যে মহিলা কমিশনের নোটিশ পেলেন শরদ যাদব

Last Updated:

বিতর্কিত মন্তব্যের জেরে শরদ যাদবকে নোটিস দিল জাতীয় মহিলা কমিশন ৷ ‘ভোটের সম্মান মেয়েদের সম্মানের থেকে অনেক বেশি ৷’ এহেন মন্তব্যের কারণে জেডিইউ নেতা শরদ যাদবকে নোটিশ পাঠাল কমিশন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্যের জেরে শরদ যাদবকে নোটিস দিল জাতীয় মহিলা কমিশন ৷ ‘ভোটের সম্মান মেয়েদের সম্মানের থেকে অনেক বেশি ৷’ এহেন মন্তব্যের কারণে জেডিইউ নেতা শরদ যাদবকে নোটিশ পাঠাল কমিশন ৷
advertisement

এই প্রথম নয় এর আগেও মহিলাদের নিয়ে কুরুচিরকর মন্তব্য করে বিতর্কে পড়েছিলেন JDU নেতা শরদ যাদব ৷ পাটনার এক সভায় এদিন এই জেডিইউ নেতা মন্তব্য করেন, মহিলাদের সম্মানের থেকে ভোট বেশি গুরুত্বপূর্ণ ৷ এক রাজনৈতিক নেতার মুখে নারীর সম্মান নিয়ে এমন বিতর্কিত মন্তব্য শোনার পর দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে ৷

advertisement

জাতীয় ভোটার দিবসে ভোটের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি ব্যালট পেপারকে মেয়েদের সম্মানের সঙ্গে তুলনা করে বলেন, ‘বেটি কী ইজ্জত সে ভোট কী ইজ্জত বড়ি হে।’ এখানেই শেষ নয় একটি সংবাদ মাধ্যমের দেখানো ভিডিওতে সামনে এসেছে শরদ যাদবের সম্পূর্ণ বক্তব্যটি ৷ সেখানে দেখা গিয়েছে JDU নেতা সকলের সামনে বলছেন, ‘মেয়েদের থেকে ভোটের সম্মান অনেক গুরুত্বপূর্ণ ৷ মেয়েদের সম্মান গেলে শুধু এলাকা বা গ্রামের সম্মান যায় ৷ কিন্তু পয়সা দিয়ে ভোট কিনলে গোটা দেশের সম্মানহানি ৷’

advertisement

এই মন্তব্যের ভিত্তিতেই JDU নেতা শরদ যাদবকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন ৷ যদিও নিজের ভুল মানতে নারাজ এই নেতা ৷ মন্তব্যের সাফাই দিয়ে JDU নেতা দাবি করেন, ‘আমি কিছু ভুল বলিনি ৷ ভোট, মেয়ের প্রতি সমান প্রেম হওয়া উচিত ৷ মানুষ নিজের মেয়েকে যেমন ভালবাসে ৷ ভোটকেও তেমন ভালবাসলে দেশের উন্নতি ৷ যদিও নেতার এই সাফাইয়ে থামছে না বিতর্ক ৷

advertisement

এর আগেও দক্ষিণ ভারতের মহিলাদের ত্বকের রঙ নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন শরদ যাদব ৷ এমনকী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির উদ্দেশ্যেও অশ্লীল মন্তব্য করে বিতর্কে পড়েছিলেন এই JDU নেতা ৷ সামনে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ এমন অবস্থায় শরদ যাদবের মন্তব্য JDU-এর ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলে কিনা সেটাই দেখার ৷

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
মহিলাদের থেকে ভোটের সম্মান বেশি, মন্তব্যে মহিলা কমিশনের নোটিশ পেলেন শরদ যাদব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল