কে মাইকেল নামে আরবিআই-য়ের এক শীর্ষ আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই ৷ কমিশন খেয়ে কালো টাকাকে সাদা টাকা করার জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷ বেআইনিভাবে প্রায় দেড় কোটির বেশি টাকা বদলে তা বৈধ টাকায় রূপান্তরিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে ৷ ধৃত স্টেট ব্যাঙ্ক অফ মাইসোরের আধিকারিকও ৷
advertisement
সোমবার রাত থেকে কর্ণাটকের বিভিন্ন জায়গায় হানা দেয় গোয়েন্দা আধিকারিকরা ৷ গ্রাহক সেজে ধৃতদের কাছে যায় ৷ প্রায় ৯৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে তল্লাশি চালিয়ে ৷
সূত্রের খবর, বাতিল নোটের পরিবর্তে নতুন নোট গ্রাহকদের হাতে তুলে দিত ধৃতরা। এর জন্য নেওয়া হত ১৫ থেকে ৩৫ শতাংশ কমিশন ৷ গ্রেফতার হওয়া একজনকে জেরা করেই বাকি মিডলম্যানদের হদিশ পাওয়া যায় ৷ এই চক্র কেবল বেঙ্গালুরু নয় অন্য জেলাতেও ছড়িয়ে রয়েছে বলে অমুমান পুলিশের ৷