মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা আসন থেকে বর্তমান সাংসদ নকুল নাথকে ফের টিকিট দিয়েছে কংগ্রেস। গতকাল নয়াদিল্লিতে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেস নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থীদের নাম গৃহীত হয়েছে।
এই ৪৩ জন প্রার্থীর মধ্যে ১৩ জন ওবিসি বিভাগের। যেখানে, ১০ জন প্রার্থী তফশিলি জাতির এবং ৯ জন প্রার্থী তফশিলি উপজাতি সম্প্রদায়ের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, কংগ্রেস তাদের প্রথম তালিকা প্রকাশ করেছিল। এতে রাহুল গান্ধি, শশী থারুর-সহ ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। আজ প্রকাশিত দ্বিতীয় তালিকায়, ৪৩ জন প্রার্থীর মধ্যে ১০ জন রাজস্থানের।
advertisement
রাজস্থানের চুরু থেকে রাহুল কাসওয়াকে টিকিট দিয়েছে কংগ্রেস। একই ভাবে বিকানের থেকে গোবিন্দরাম মেঘওয়াল, ঝুনঝুনু থেকে ব্রজেন্দ্র ওলা, যোধপুর থেকে করণ সিং উচিয়ারাদা, জালোর-সিরোহি থেকে বৈভব গেহলট, আলওয়ার থেকে ললিত যাদব, টঙ্ক-সওয়াইধোপুর থেকে হরিশ চন্দ্র মীনা, ভরতপুর থেকে সঞ্জনা জাটব, আনোয়ারপুর থেকে চিহিল চন্দ্র মীনা। গুজরাতের আহমেদাবাদ থেকে টিকিট দেওয়া হয়েছে রোহন গুপ্তাকে। মধ্যপ্রদেশে টিকামগড় থেকে পঙ্কজ আহিরওয়ার, সিধি থেকে কমলেশ্বর প্যাটেল, ছিন্দওয়াড়া থেকে নকুলনাথ এবং দেওয়াস থেকে রাজেন্দ্র মালব্যকে টিকিট দেওয়া হয়েছে। একই লাইনে, কংগ্রেস তার দ্বিতীয় তালিকায় অসমের জোরহাট থেকে গৌরব গগৈকে টিকিট দিয়েছে।
দ্বিতীয় তালিকায় তিন মুখ্যমন্ত্রীর ছেলেকে সুযোগ দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুলনাথকে টিকিট দিয়েছে কংগ্রেস। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকেও টিকিট দেওয়া হয়েছে। কংগ্রেস তার দ্বিতীয় তালিকায় ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈকেও অন্তর্ভুক্ত করেছে।