TRENDING:

নিখোঁজ পেম্বার সন্ধানে টানা সার্চ অপারেশনে নামল উদ্ধারকারী দল

Last Updated:

নিখোঁজ পেম্বা শেরপার সন্ধানে টানা আটচল্লিশ ঘণ্টা সার্চ অপারেশন চালানোর সিদ্ধান্ত নিল উদ্ধারকারী দল। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় গত শনিবার বিকেলে সার্চ অপারেশন বন্ধ করে দিতে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাদাখ: নিখোঁজ পেম্বা শেরপার সন্ধানে টানা আটচল্লিশ ঘণ্টা সার্চ অপারেশন চালানোর সিদ্ধান্ত নিল উদ্ধারকারী দল। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় গত শনিবার বিকেলে সার্চ অপারেশন বন্ধ করে দিতে হয়। রবিবার ফের তল্লাশি অভিযান শুরু হয় ভোর চারটেয়।
advertisement

লাদাখের সাসেরকাঙরির যে গিরিখাতে পেম্বা পড়ে গিয়েছিলেন, শনিবারই সেই এলাকাটিকে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু সার্চ লাইট না থাকায় নীচে নামা যায়নি। রবিবার সার্চ লাইট, অক্সিজেন সিলিন্ডার ও পর্যাপ্ত খাবার নিয়ে গিরিখাতের নীচে নামে উদ্ধারকারী দল। আট-ন’জনের ওই দলের নেতৃত্বে রয়েছেন পেম্বার সহকর্মী পাসাং শেরপা। সঙ্গে রয়েছেন নুবরা থানার পুলিশ ও আইটিবিপির জওয়ানরা। বিশেষজ্ঞদের ধারণা, ওই গিরিখাতটি এতটাই গভীর যে টানা আটচল্লিশ ঘণ্টা ধরে না এগোলে পেম্বার কাছে পৌঁছনো যাবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন: Video: লাদাখের সাসেরকাঙরিতে গিয়ে নিখোঁজ ৮ বারের এভারেস্টজয়ী পেম্বা শেরপা

বাংলা খবর/ খবর/দেশ/
নিখোঁজ পেম্বার সন্ধানে টানা সার্চ অপারেশনে নামল উদ্ধারকারী দল