লাদাখের সাসেরকাঙরির যে গিরিখাতে পেম্বা পড়ে গিয়েছিলেন, শনিবারই সেই এলাকাটিকে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু সার্চ লাইট না থাকায় নীচে নামা যায়নি। রবিবার সার্চ লাইট, অক্সিজেন সিলিন্ডার ও পর্যাপ্ত খাবার নিয়ে গিরিখাতের নীচে নামে উদ্ধারকারী দল। আট-ন’জনের ওই দলের নেতৃত্বে রয়েছেন পেম্বার সহকর্মী পাসাং শেরপা। সঙ্গে রয়েছেন নুবরা থানার পুলিশ ও আইটিবিপির জওয়ানরা। বিশেষজ্ঞদের ধারণা, ওই গিরিখাতটি এতটাই গভীর যে টানা আটচল্লিশ ঘণ্টা ধরে না এগোলে পেম্বার কাছে পৌঁছনো যাবে না।
advertisement
আরও পড়ুন: Video: লাদাখের সাসেরকাঙরিতে গিয়ে নিখোঁজ ৮ বারের এভারেস্টজয়ী পেম্বা শেরপা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2018 10:38 AM IST
