TRENDING:

পেট ব্যথা থেকে বমি! স্কুলের হস্টেলের খাবার থেকে বিপত্তি! তেলঙ্গনায় হাসপাতালে ভর্তি ৫২ জন পড়ুয়া

Last Updated:

জানা গিয়েছে, প্রায় ১১০ জন পড়ুয়া স্কুলের হস্টেলে সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ রাতের খাবার খাওয়ার পর থেকেই পেট ব্যথার কথা জানাতে শুরু করে। ধরমভারামের বিসি রেসিডেনশিয়াল বয়েজ' স্কুলের ১১০ জন পড়ুয়ার মধ্যে ৫২ জন খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। তাঁরা বমি করতে শুরু করে, তাদের তড়িঘড়ি গাঢ়য়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩২ জনকে ছেড়ে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: হস্টেলের খাবার খাওয়ার পরেই বিপত্তি মোট ৫২ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হল! তেলঙ্গনার জগুলাম্বা গাঢ়ওয়াল জেলায় শুক্রবার এই ঘটনা ঘটার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে।
কী এমন হল এই স্কুলে? (প্রতীকী ছবি)
কী এমন হল এই স্কুলে? (প্রতীকী ছবি)
advertisement

পড়ুয়াদের ধর্মাভারম এলাকার একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার ডাক্তাররা জানিয়েছেন প্রত্যেকের অবস্থা আপাতত স্থিতিশীল।

জানা গিয়েছে, প্রায় ১১০ জন পড়ুয়া স্কুলের হস্টেলে সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ রাতের খাবার খাওয়ার পর থেকেই পেট ব্যথার কথা জানাতে শুরু করে। ধরমভারামের বিসি রেসিডেনশিয়াল বয়েজ’ স্কুলের ১১০ জন পড়ুয়ার মধ্যে ৫২ জন খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। তাঁরা বমি করতে শুরু করে, তাদের তড়িঘড়ি গাঢ়য়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩২ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের উপর নজরদারি চালানো হচ্ছে।

advertisement

অন্যদিকে এই বিষয়ে জেলার স্বাস্থ্য আধিকারিকরা ইতিমধ্যেই একটি বিশেষ অভিযান শুরু করেছে। ওই খাবার থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
চাঁদের পাহাড় দেখেছিল শংকর, মেক্সিকোর আগ্নেয়গিরি শিখরে পা রাখল পাঁশকুড়ার অর্পিতা
আরও দেখুন

কিছুদিন আগেই, ওড়িশার র‍্যাভেনশ ইউনিভার্সিটির ১৫ জন ছাত্রকেও এইরকমই খাদ্যে বিষক্রিয়ার জন্যই এসসিবি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল।

বাংলা খবর/ খবর/দেশ/
পেট ব্যথা থেকে বমি! স্কুলের হস্টেলের খাবার থেকে বিপত্তি! তেলঙ্গনায় হাসপাতালে ভর্তি ৫২ জন পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল