TRENDING:

বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বেনারসের এক বিখ্যাত মন্দির, মিলল হুমকি চিঠি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাণসী: সংকটমোচন মন্দির ৷ বেনারসে অন্যতম প্রসিদ্ধ মন্দির ৷ বেনারসে ঘুরতে গেলে সংকটমোচন মন্দিরে ঘুরতে যান বেশীরভাগ পর্যটকরাই ৷ কিন্তু সেই মন্দিরই বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি মিলল ৷ হাতে লেখা সেই চিঠি এসে পৌঁছেছে মন্দিরের প্রধান পুরোহিতের হাতে ৷ পুলিশ সূত্রে এমনটাই খবর মিলেছে ৷
advertisement

সংকটমোচন মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত বিষ্ণুবর নাথ মিশ্র বলেন, ‘আমাদের মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ৷ এমনকী হুমকি চিঠি মিলেছে ৷ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ৷’ হুমকি চিঠিটা রয়েছে আপাতত পুলিশের জিম্মায় ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দিরটি ৷

সংকটমোচন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকিতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ হুমকি চিঠিটির সঙ্গে কি কোনও জঙ্গি গোষ্ঠীর যোগসাজস রয়েছে ? নাকি ইচ্ছেকৃতভাবে আতঙ্ক তৈরি করার জন্য কেউ চিঠিটি লিখে পাঠিয়েছে ৷ সেই সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি, হস্তলেখা বিশেষজ্ঞকেও ডেকে পাঠিয়েছে পুলিশ ৷

advertisement

আরও পড়ুন: SHOCKING! মহিলাদের হস্টেলে টয়লেটের ভিতরে স্পাই ক্যামেরা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, ২০০৬ সালে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল এই মন্দিরে ৷ বিস্ফোরণের জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷ ২০১০ সালেও হামলা চালানোর চেষ্টা হয় এই মন্দিরে ৷ যার জেরে এই হুমকি চিঠি ঘিরে মন্দির চত্বরে উত্তেজনা ছড়িয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বেনারসের এক বিখ্যাত মন্দির, মিলল হুমকি চিঠি