TRENDING:

ভোটে জিতলেই মহিলাদের বিনামূল্যে প্রেশার কুকার, ঘি, চাল-আটা, প্রতিশ্রুতি অখিলেশের

Last Updated:

নির্বাচনে প্রচারে বিদায়ী মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে ভেসে গেল উত্তরপ্রদেশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: নির্বাচনে প্রচারে বিদায়ী মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে ভেসে গেল উত্তরপ্রদেশ ৷ পারিবারিক মহাভারত পিছনে ফেলে সমাজবাদী পার্টির পক্ষ থেকে নির্বাচনী রণক্ষেত্রে কোমর বেঁধে নেমে পড়লেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷
advertisement

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সভামঞ্চ থেকেই এদিন ঘোষণাপত্র প্রকাশ করলেন সপা-র অধ্যক্ষ ৷ ঘোষণাপত্রে জনগণের জন্য একাধিক জনকল্যাণকর প্রকল্পের কথা ঘোষণা করেছেন অখিলেশ ৷ বিনামূল্যে মহিলাদের জন্য প্রেশার কুকার, দুঃস্থদের জন্য চাল, আটা ও অপুষ্ট শিশু ও গর্ভবতীদের জন্য ঘি ৷ এছাড়াও উত্তরপ্রদেশবাসীদের জন্য আরও একাধিক পরিকল্পনা ও প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন অখিলেশ ৷

advertisement

তবে উল্লেখ্য, অখিলেশের ঘোষণাপত্র প্রকাশ সভামঞ্চে আসেননি বাবা মুলায়ম সিং যাদব ও কাকা শিবপাল যাদব ৷ তাদের অনুপস্থিতিতেই ঘোষণাপত্র পড়েন সমাজবাদী অধ্যক্ষ অখিলেশ যাদব ৷ পাশে ছিলেন তাঁর স্ত্রী ডিম্পল ৷

অখিলেশ এদিন নিজের বক্তব্য শুরুর আগে তাঁর মুখ্যমন্ত্রিত্বকালে বাস্তবায়িত পরিকল্পনা ও প্রকল্পের তালিকা শুনিয়ে আরও একবার মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান ৷ একই সঙ্গে মায়াবতীকেও নিশানা করেন তিনি ৷ বহুজন পার্টির সরকারকে পাথরের সরকার বলে অভিহিত করেন অখিলেশ ৷ নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী সমাজবাদী অধ্যক্ষ বলেন, ‘এবারে ৩০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরব ৷’

advertisement

সমাজবাদী পার্টির ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে তা হল,

-প্রাথমিক স্কুলের দরিদ্র পড়ুয়াদের প্রতিমাসে ১ লিটার ঘি ও গুঁড়ো দুধ দেওয়া হবে

- বৃদ্ধদের জন্য বৃদ্ধাবাস

- মহিলাদের বাসভাড়ায় ৫০ শতাংশ ভর্তুকি

advertisement

-রাজ্যের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ

-রান্নার সময় কমানোর জন্য বিনামূল্য মহিলাদের প্রেশার কুকার

-লোহিয়া পেনশন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তাব

-১কোটি লোককে মাসে ১০০০ টাকা করে পেনশন

-কৃষকদের জন্য বিশেষ অনুদান তহবিল

-রাজ্যে আগরা, কানপুর ও মেরঠে মেট্রো পরিষেবা (অখিলেশ জানান, পরবর্তী বাজেটে রাজ্যে মেট্রো রেলের প্রস্তাব)

advertisement

-গরীবদের বিনামূল্য চাল ও আটা

- প্রশিক্ষণের জন্য কৌশল বিকাশ যোজনা

-মজুরদের জন্য মিড ডে মিল

-চাকুরীজীবী মহিলাদের জন্য সরকারি হস্টেল

-প্রবীণদের জন্য ওল্ড এজ স্কিম

-যেখানে যেখানে ১৬ ও ১৮ ঘণ্টার জন্য বিদ্যুৎ থাকে, সেখানে ২৪ ঘণ্টা বিদ্যুৎ

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০৩ ৷ ২০১২ সালে সমাজবাদী পার্টি ২২৪ আসনে জিতে ক্ষমতায় এসেছিল ৷ গত নির্বাচনে বসপা ৮০, বিজেপি ৪৭, কংগ্রেস পেয়েছিল ২৮টি আসন ৷ এই নির্বাচনে জোট বেঁধে লড়ছে সপা ও কংগ্রেস ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ভোটে জিতলেই মহিলাদের বিনামূল্যে প্রেশার কুকার, ঘি, চাল-আটা, প্রতিশ্রুতি অখিলেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল