TRENDING:

গ্রাম ও কৃষিতেই মূল ফোকাস জেটলির

Last Updated:

সরকারের প্রতি আস্থা হারাচ্ছিলেন সাধারণ মানুষ ৷ সেটা যাতে কিছুটা হলেও কমানো যায় তার জন্য এবারের বাজেটে গ্রামোন্নয়ন ও কৃষির উপরই বেশি ফোকাস করেছেন জেটলি ৷ বাজেট বক্তৃতায় প্রথম আধ ঘণ্টা শুধু কৃষি উন্নয়ন ও কৃষকদের জন্য একাধিক প্রকল্প ঘোষণাতেই ব্যয় করলেন অর্থমন্ত্রী। আগামী পাঁচ বছরে কৃষকদের আয় দ্বিগুন করার উপর জোর দেওয়া হবে বলে জানালেন জেটলি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  আর্থিক সংস্কারের পথে হাঁটার সাহস যে মোদি সরকার এবারের বাজেটেও দেখাতে পারবে না ৷ সেটা মোটামুটি ধরে নেওয়াই হয়েছিল ৷ বাস্তবেও ঠিক তেমনটাই দেখা গেল সোমবার সংসদের বাজেট পেশ অধিবেশনে ৷ মোদি সরকারের ‘অচ্ছে দিন’-এর স্লোগান নিয়ে বিরোধীদের প্রতিনিয়ত কটাক্ষের পাশাপাশি সাধারণদের মনেও প্রশ্ন জাগতে শুরু করেছিল ৷ সরকারের প্রতি আস্থা হারাচ্ছিলেন সাধারণ মানুষ ৷ সেটা যাতে কিছুটা হলেও কমানো যায় তার জন্য এবারের বাজেটে গ্রামোন্নয়ন ও কৃষির উপরই বেশি ফোকাস করেছেন জেটলি ৷ বাজেট বক্তৃতায় প্রথম আধ ঘণ্টা শুধু কৃষি উন্নয়ন ও কৃষকদের জন্য একাধিক প্রকল্প ঘোষণাতেই ব্যয় করলেন অর্থমন্ত্রী। আগামী পাঁচ বছরে কৃষকদের আয় দ্বিগুন করার উপর জোর দেওয়া হবে বলে জানালেন জেটলি ৷ গ্রামোন্নয়নে মোট ৮৭,৭৬৫ কোটি এবং কৃষির উন্নয়নে ৩৫,৯৮৪ কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার ৷ একনজরে দেখে নেওয়া যাক গ্রামোন্নয়ন এবং কৃষির উন্নতিতে বাজেটে কী কী ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷
advertisement

গ্রামোন্নয়ন

১. মাহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়েমেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা MGNREGA-এ ৩৮,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ পরিকল্পনা রূপায়ণ হলে এই স্কিমে বার্ষিক ব্যয়ের পরিমাণ হবে সর্বাধিক ৷

২. প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ ৷

advertisement

৩. গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির জন্য ২.৮৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ ৷

৪. বিপিএল তালিকাভূক্ত পরিবারদের এলপিজি সংযোগ পৌঁছে দিতে একটি সরকারি প্রকল্প চালু করা হবে ৷ পরিবার পিছু একজন মহিলার নামেই এলপিজি সংযোগ দেওয়া হবে ৷ এই প্রকল্পের জন্য মোট ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

advertisement

৫. প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা (২০১৬-১৭)-র জন্য ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ রাজ্যগুলি টাকা প্রদান করলে সবমিলিয়ে এই অর্থের পরিমাণ দাঁড়াবে ২৭ হাজার কোটি টাকা ৷

৬. গ্রামোন্নয়নের জন্য মোট ৮৭ হাজার ৭৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

৭. গ্রাম এবং শহরাঞ্চলের ৩০০ টি ক্লাস্টারগুলির উন্নয়নে কাজ করবে কেন্দ্রীয় সরকার ৷

advertisement

৮. ১৮ হাজার ৫৪২ বিদ্যুৎহীন গ্রামগুলির মধ্যে ৫৫৪২টি গ্রামে ইতিমধ্যেই বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে ৷ আগামী ২০১৮ সালের মে মাসের মধ্যে ১০০ শতাংশ গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার সরকারের ৷

কৃষি

advertisement

১. কৃষি ঋণের ক্ষেত্রে সর্বকালের রেকর্ড ৯ লক্ষ কোটি টাকা টার্গেট

২. জৈব কৃষির জন্য ৪১২ কোটি টাকা বরাদ্দ

৩. কৃষি বিকাশ যোজনায় আগামী তিন বছরের মধ্যে পাঁচ লক্ষ একর জমিতে জৈব চাষ হবে ৷

৪. কৃষি ঋণের ক্ষেত্রে ১৫ হাজার কোটি টাকা

৫. ৮৫০ কোটি টাকা পশুপালন এবং লাইস্টক ব্রিডিং-এর উপর ব্যয় করবে সরকার

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

৬. ৮৯টি জলসেচের প্রকল্পের কাজ শুরু হবে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
গ্রাম ও কৃষিতেই মূল ফোকাস জেটলির