TRENDING:

হেলমেট থেকে টি-শার্ট, কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ দিচ্ছে Royal Enfield!

Last Updated:

সংস্থার তরফে জানানো হয়েছে, এই টি-শার্টগুলি অর্ডার দেওয়ার ১৫ থেকে ২০ দিনের মধ্যে পাওয়া যাবে। আর হেলমেট ডেলিভারি করতে এক মাসের কাছাকাছি সময় লাগবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: আমাদের দেশে Royal Enfield-এর জনপ্রিয়তার সঙ্গে অন্য কোনও বাইকের জনপ্রিয়তার তুলনা করা যাবে না। দিন বদলানোর সঙ্গে সঙ্গে একের পর এক অত্যাধুনিক মডেল এনেছে বিভিন্ন সংস্থা। কিন্তু এই ব্র্যান্ডের বাজার নষ্ট করতে পারেনি কেউ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে Royal Enfield-ও বিভিন্ন মডেল বাজারে নিয়ে এসেছে। এছাড়া গ্রাহকদের আরও আকর্ষিত করতে কাস্টমাইজ সিস্টেম চালু করেছে Royal Enfield। এবার সেই উদ্যোগের হাত ধরেই শুরু হতে চলেছে নতুন এক উদ্যোগ। বাজারে আসতে চলেছে Royal Enfield-এর কাস্টমাইজড হেলমেট ও টি-শার্ট।
advertisement

Meteor 350 মডেলের হাত ধরে কাস্টমাইজড Royal Enfield বাজারে এনেছিল সংস্থা। মেক ইট ইয়োর্স (MiY) প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ছিল গ্রাহকরা। তারই কয়েকমাসের মধ্যে এবার MiY-এর অধীনেই কাস্টমাইজড হেলমেট ও টি-শার্ট আনছে সংস্থা।

জানা গিয়েছে- ১) সাত হাজারেরও বেশি কাস্টমাইজড হেলমেটের অপশন পাওয়া যাবে।২) ১৫ হাজারেরও বেশি কাস্টমাউজড টি-শার্টের অপশন পাওয়া যাবে।৩) টি-শার্টের দাম শুরু হবে মাত্র ১২৫০ টাকা থেকে। এক্ষেত্রে সর্বোচ্চ ৩২০০ টাকা পর্যন্ত টি-শার্টের দাম থাকবে।

advertisement

আর কী কী থাকছে এই কাস্টমাইজড অপশনে?

Royal Enfield ইতিমধ্যেই তার অনলাইন পোর্টালে জানিয়েছে, হেলমেটের ক্ষেত্রে কাস্টমাইজডের জন্য মোট তিনটি অপশন পাওয়া যাবে। একটি ফুল ফেস, দ্বিতীয়টি হাফ ফেস ও তৃতীয়টি আরবান ট্রুপার। এই তিনটি হেলমেটেই সাত হাজারেরও বেশি অপশন পাওয়া যাবে। ইচ্ছে মতো কাস্টমাইজ করা যাবে।

হেলমেটের ক্ষেত্রে কাস্টমাইজ করা যাবে-

advertisement

১) শেলের রং ইচ্ছে মতো বেছে নেওয়া যাবে। ২) হেলমেটের ভিতরে কী ধরনের কাপড় বা ফ্যাব্রিক ব্যবহার করতে চান, তা কাস্টমাইজ করা যাবে। ৩) হেলমেটে কী ধরনের স্টিকার ব্যবহার করতে চান, তা ইচ্ছে মতো বেছে নেওয়া যাবে। ৪) পাশাপাশি ভিসর্স বা হেলমেটের সামনের কাচ কেমন লাগাতে চান, তা ইচ্ছে মতো বেছে নেওয়া যাবে।

advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, এসবের সঙ্গেই হেলমেটে ইচ্ছেমতো টেক্সটও লেখা যাবে। একই ভাবে ১৫০০০ রকম অপশন থাকবে টি-শার্টে। রং, ব্যাজ, টি-শার্টের আঁকা ইত্যাদি পছন্দমতো বেছে নেওয়া যেতে পারে। কেউ চাইলেই তাঁর বাইকের সঙ্গে মিলিয়ে টি-শার্ট বেছে নিতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সংস্থার তরফে জানানো হয়েছে, এই টি-শার্টগুলি অর্ডার দেওয়ার ১৫ থেকে ২০ দিনের মধ্যে পাওয়া যাবে। আর হেলমেট ডেলিভারি করতে এক মাসের কাছাকাছি সময় লাগবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
হেলমেট থেকে টি-শার্ট, কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ দিচ্ছে Royal Enfield!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল