আরও পড়ুন: #Breaking: ভোররাতে সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন, আগুনে ঝলসে মৃত ১, পুড়ে ছাই ৪০টি দোকান
সূত্রের খবর বুধবার, ৪০টি লিখিত প্রশ্ন করে উত্তর দিতে বলা হয় রবার্ট ভঢ়রাকে । এরপর বুধবার ফের ইডি দফতরে আসার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির দফতরে হাজিরা দেন ভঢ়রা।
advertisement
তার আগে, ভঢ়রাকে ইডি অফিসে ছেড়ে দিয়ে যান খোদ প্রিয়ঙ্কা গান্ধি। রাজনৈতিক মহলের মতে, এভাবে আদতে গেরুয়া শিবিরকে নিজের রাজনৈতিক উপস্থিতি জানান দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। বোঝাতে চান, তিনি সক্রিয় রাজনীতিতে এসেছেন বলেই হেনস্থা করা হচ্ছে তাঁর পরিবারকে। কংগ্রেসের অভিযোগ, প্রিয়ঙ্কার রাজনীতিতে নামার খবর আসার পর, বেড়েছে ইডির তদন্তের গতি। গত ডিসেম্বরেই ভঢ়রার সহযোগী মনোজ আরোরাকে জেরা করে ইডি।
advertisement
Location :
First Published :
February 07, 2019 9:22 AM IST