আরও পড়ুন: সরকারি চাকরি ছাড়া বিয়ে নয়! বিয়ের আসরেই বর বাতিল কনের
এই ঘটনা ঘটেছে বুলন্দশহরের থানার নরসেনা এলাকার মোহাম্মদপুর বরওয়ালা গ্রামে। জানা গিয়েছে, ২৪ নভেম্বর সন্ধ্যায় ওই পরিবার বাজারে একটি ঠেলাগাড়ি থেকে ভাজা ছোলা কিনে খেয়েছিল। এরপর তারা বাড়িতে রান্না করা খাবারও খায়। পরের দিন সকালে, ৫০ বছর বয়সী দাদা কলুয়া সিং এবং তার ৮ বছর বয়সী নাতি লবীশের মৃত্যু হয়। আজ তাদের পুত্রবধূ যোগেন্দ্রীও মারা গেছেন।
advertisement
আরও পড়ুন: ৩ মাস ধরে পেটে অসহ্য যন্ত্রণা সহ্য করলেন প্রসূতি, তারপর পেট থেকে যা বের হল…চমকে উঠবেন!
এই ঘটনা সম্পর্কে খবর পাওয়ার পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। মৃত্যুর কারণ নির্ধারণে প্রশাসনিক আধিকারিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিহতদের পরিবারের সদস্যরা গতকাল মৃত দুইজনের দেহ পোস্টমর্টেম ছাড়াই দাহ করে ফেলেন। আজ মৃত মহিলার দেহের পোস্টমর্টেম করা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তবে এই ঘটনায় খাদ্য নিরাপত্তা কর্মকর্তা বিনীত কুমার জানিয়েছেন যে, ছোলা এবং অন্যান্য খাবারের নমুনা ল্যাবে পাঠানো হচ্ছে। নমুনায় কোনো সমস্যা ধরা পড়লে আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তদন্ত চলছে।
বুলন্দশহরের এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন যে, একই পরিবারের গতকাল ২ জনের মৃত্যু হয়েছে এবং আজ একজন মহিলার মৃত্যু হয়েছে। এই পরিবারের মোট ৩ জনের মৃত্যু হয়েছে। খবর অনুযায়ী, ভাজা ছোলা খাওয়ার পর পরিবারের চারজনের শারীরিক অবস্থা খারাপ হয়। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।