প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুসরুপুর থানার হারদাস বিগহা এলাকায় একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দিয়ে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এই ভয়ংকর দুর্ঘটনার ফলে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আরও পড়ুন: একবার, দুইবার নয়, ছয়বার কেঁপে উঠল পায়ের তলার জমি! ভয়ঙ্কর ভূমিকম্পে প্রবল আতঙ্ক…
জানা গিয়েছে, নওবতপুর থানা এলাকার বাসিন্দা বিনয় পণ্ডিতের ছয় বছর বয়সী কন্যা সুহানি কুমারী খুসরুপুর থানার হারদাসবিগহা গ্রামে অবস্থিত নয়া টোলায় তার মামার বাড়িতে এক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। রবিবার রাতে রাস্তা পার হওয়ার সময় ফতুয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানে শিশুটি আটকে যায় এবং চালক গাড়ি দ্রুতগতিতে চালিয়ে যেতে থাকে। এই ভয়ংকর দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে যান।
advertisement
আরও পড়ুন: পরিবারের দেখা ছেলেকে বিয়ে করতে অস্বীকার! ১৮ বছরের মেয়েকে কুপিয়ে মারল বাবা…
ঘটনার পর স্থানীয় মানুষজন পিকআপ ভ্যানটির পিছনে দৌড়াতে থাকেন, কিন্তু চালক গাড়ি থামায়নি এবং শিশুটিকে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
খবর পেয়ে সালিমপুর থানার ঘনসুরপুর এলাকায় পুলিশ ব্যারিকেড বসিয়ে গাড়িটি আটকায় এবং চালককে গ্রেপ্তার করে। পরে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করে। এই মর্মান্তিক ঘটনার পর শিশুটির পরিবার শোকে ভেঙে পড়েছে।