TRENDING:

Rising Bharat Summit 2024: রাইজিং ভারত সামিট ২০২৪ উপস্থিত থাকছেন রাজনীতি ও কূটনীতির সব্যসাচী অমিতাভ কান্ত

Last Updated:

Rising Bharat Summit 2024: ১৯ এবং ২০ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ‘রাইজিং ভারত’ সামিট, সিএনএন-নিউজ ১৮-এর মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ সংস্করণ। অনুষ্ঠানে প্রধান বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন নীতি আয়োগের প্রাক্তন সিইও, আমলা এবং জি২০-র অন্যতম কারিগর অমিতাভ কান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ১৯ এবং ২০ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ‘রাইজিং ভারত’ সামিট, সিএনএন-নিউজ ১৮-এর মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ সংস্করণ। অনুষ্ঠানে প্রধান বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন নীতি আয়োগের প্রাক্তন সিইও, আমলা এবং জি২০-র অন্যতম কারিগর অমিতাভ কান্ত।
রাজনীতি ও কূটনীতির সব্যসাচী অমিতাভ কান্ত
রাজনীতি ও কূটনীতির সব্যসাচী অমিতাভ কান্ত
advertisement

আরও পড়ুনঃ রাইজিং ভারত সামিট ২০২৪-এর মঞ্চে ভারতের রূপান্তরমূলক সফরের উদযাপন; মূল বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অর্ন্তদৃষ্টিমূলক বিশ্লেষণ, চিন্তা চেতনায় জোয়ার আনার মতো সক্ষম প্যানেল এবং দূরদৃষ্টিমূলক বক্তব্যের মাধ্যমে ‘রাইজিং ভারত’-এর লক্ষ্য হল, সারা বিশ্বে ভারতের প্রভাবের বহুমুখী মাত্রা এবং তার মন্ত্র ‘লিডিং ফর গ্লোবাল গুড’-এর মধ্য দিয়ে সকলের জন্য ন্যয়সঙ্গত এবং সুন্দর ভবিষ্যতের সন্ধান করা। অনুষ্ঠানের মূল বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

advertisement

অন্য দিকে, ভারত সরকারের পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, নীতি আয়োগের দ্বিতীয় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অমিতাভ কান্তর হাত ধরেই এসেছে একাধিক সংস্কার। নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু উদ্যোগ। অমিতাভ কান্ত ভারত সরকারের পর্যটন বিভাগের যুগ্ম সচিবও ছিলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জন্য ভারতের গ্রামীণ পর্যটনের জাতীয় প্রকল্প পরিচালকের দায়িত্বও সামলেছেন।

advertisement

অমিতাভ কান্ত কেরল ক্যাডারের আইএএস অফিসার ছিলেন। শিল্পনীতি ও প্রচার বিভাগের সচিব হিসেবে কাজ করেছেন। ৬ বছর নীতি আয়োগের সিইও ছিলেন। এছাড়াও, তিনি কোভিড -১৯-এর সময় ক্ষমতাপ্রাপ্ত গ্রুপ ৩-এর অংশ ছিলেন। এক কথায় বলতে গেলে অমিতাভ কান্ত ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (IAS) অবসরপ্রাপ্ত সদস্য এবং স্টার্টআপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, ইনক্রেডিবল ইন্ডিয়া, কেরল: গডস ওন কান্ট্রি এবং অ্যাস্পিরেশনাল ডিস্ট্রিক্টস প্রোগ্রামের মতো ফ্ল্যাগশিপ জাতীয় উদ্যোগের প্রধান কারিগর।

advertisement

জি২০-র শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেরপার ভূমিকা নিয়েছিলেন অমিতাভ কান্ত। রাজনীতি ও কূটনীতি, উভয় ক্ষেত্রেই তিনি সব্যসাচী। তাই বহুপাক্ষিক ফোরামে দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব বর্তে ছিল তাঁর কাঁধেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনিই উচ্চাভিলাষী, অন্তর্ভুক্তিমূলক এবং গ্লোবাল সাউথের স্বার্থের প্রতিনিধিত্ব করেছেন।

আরও পড়ুনঃ আর অল্পদিনের অপেক্ষা! ডিমাপুর থেকে কোহিমা ছুটবে দ্রুত ট্রেন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অমিতাভ কান্ত একজন বিশিষ্ট লেখকও। তাঁর উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে “ব্র্যান্ডিং ইন্ডিয়া-অ্যান ইনক্রেডিবল স্টোরি”, “ইনক্রেডিবল ইন্ডিয়া ২.০”এবং “মেড ইন ইন্ডিয়া: ৭৫ ইয়ার অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ”। অমিত কাপুরের “দ্য এলিফ্যান্ট মুভস: ইন্ডিয়াস নিউ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড”-এর সহ-লেখকও তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rising Bharat Summit 2024: রাইজিং ভারত সামিট ২০২৪ উপস্থিত থাকছেন রাজনীতি ও কূটনীতির সব্যসাচী অমিতাভ কান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল