প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পাওয়ার পর ট্যুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকপ্রকাশ করে বলেন, ‘ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায় জি'র প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত অভিজ্ঞ নেতা ছিলেন, যিনি সারাজীবন পরম নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন । প্রণবদার অসাধারণ রাজনৈতিক কেরিয়ার দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের মাতৃভূমির প্রতি তাঁর নিখুঁত সেবা এবং অবিস্মরণীয় অবদানের জন্য প্রণবদা সারাজীবন স্মরণে থাকবেন । তাঁর মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে অপূরণীয় শূন্যস্থান তৈরি হল। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি।’
advertisement
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ রাজনৈতিক নেতানেত্রীরা ৷ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি লিখেছেন, 'গভীর শোকের সঙ্গেই গোটা দেশ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দুর্ভাগ্যজনক মৃত্যুসংবাদ পেয়েছে৷ গোটা দেশের সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধা জানাই৷ তাঁর শোকস্তব্ধ পরিবার এবং বন্ধুদের আমি গভীর সমবেদনা জানাই৷'
দিল্লির সেনা হাসপাতালে আজ অর্থাত্ সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ গত ১০ অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন প্রণববাবু৷ মস্তিষ্কে জমাট রক্ত বের করতে একটি অপারেশন করা হয় তাঁর৷ অপারেশনের আগে প্রণববাবুর করোনা পজিটিভ ধরা পড়ে৷ অপারেশনের পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি৷