TRENDING:

‘প্রণবদা প্রবল নিষ্ঠার সারাজীবন সঙ্গে মাতৃভূমির সেবা করেছেন’, প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকবার্তা অমিত শাহের

Last Updated:

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ রাজনৈতিক নেতানেত্রীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একটা দীর্ঘ সময় তাঁকে বলা হত, ভারতীয় রাজনীতির চাণক্য৷ জাতীয় কংগ্রেসের  রাজ্যস্তরের নেতা থেকে ধাপে ধাপে পৌঁছেছিলেন একেবারে রাজনীতির শীর্ষে৷ দেশের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ দাপুটে এই রাজনীতিবিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দলমত নির্বিশেষে সব বিভিন্ন নেতানেত্রীর ৷ শুধু জাতীয় কংগ্রেসেই নয়, প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সখ্য ছিল সব দলের শীর্ষ নেতৃত্বের৷ প্রিয় প্রণবদার প্রয়াণে আজ শোকার্ত গোটা রাজনৈতিক মহল ৷
advertisement

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পাওয়ার পর ট্যুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকপ্রকাশ করে বলেন, ‘ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায় জি'র প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত অভিজ্ঞ নেতা ছিলেন, যিনি সারাজীবন পরম নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন ।  প্রণবদার অসাধারণ রাজনৈতিক কেরিয়ার দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের মাতৃভূমির প্রতি তাঁর নিখুঁত সেবা এবং অবিস্মরণীয় অবদানের জন্য প্রণবদা সারাজীবন স্মরণে থাকবেন । তাঁর মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে অপূরণীয় শূন্যস্থান তৈরি হল। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি।’

advertisement

advertisement

advertisement

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ রাজনৈতিক নেতানেত্রীরা ৷ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি লিখেছেন, 'গভীর শোকের সঙ্গেই গোটা দেশ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দুর্ভাগ্যজনক মৃত্যুসংবাদ পেয়েছে৷ গোটা দেশের সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধা জানাই৷ তাঁর শোকস্তব্ধ পরিবার এবং বন্ধুদের আমি গভীর সমবেদনা জানাই৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

দিল্লির সেনা হাসপাতালে আজ অর্থাত্‍ সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ গত ১০ অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন প্রণববাবু৷ মস্তিষ্কে জমাট রক্ত বের করতে একটি অপারেশন করা হয় তাঁর৷ অপারেশনের আগে প্রণববাবুর করোনা পজিটিভ ধরা পড়ে৷ অপারেশনের পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘প্রণবদা প্রবল নিষ্ঠার সারাজীবন সঙ্গে মাতৃভূমির সেবা করেছেন’, প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকবার্তা অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল