TRENDING:

RG Kar Case Protest: 'সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত', রাজ্যের মামলা খারিজ করে হাইকোর্টের নির্দেশে 'সুপ্রিম' সহমত

Last Updated:

RG Kar Case Protest: সুপ্রিম কোর্টে বড় জয় 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর আহ্বায়ক সায়ন লাহিড়ীর। রাজ্যের মামলা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বড় জয় ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর আহ্বায়ক সায়ন লাহিড়ীর। রাজ্যের মামলা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের মুক্তি নির্দেশের উপর হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ‘ওই ছাত্রনেতার জামিন মঞ্জুর হওয়াই উচিত’।
সায়ন লাহিড়ীকে জামিন নিয়ে মত সুপ্রিম কোর্টের
সায়ন লাহিড়ীকে জামিন নিয়ে মত সুপ্রিম কোর্টের
advertisement

নবান্ন অভিযান মামলায় সায়ন লাহিড়ীর জামিন বজায় রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদন খারিজ করা দেওয়া হয় সোমবারের শুনানিতে। বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চের এই পর্যবেক্ষণ। আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলন, বিক্ষোভের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন হতে হবে। কিন্তু হিংসাত্মক আন্দোলনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ করতে পারবে।

advertisement

আরও পড়ুন: দীর্ঘদিনের বন্ধুত্ব শেষ! কাঞ্চন মল্লিককে ‘ত্যাগ’ দিলেন সুদীপ্তা চক্রবর্তী! আক্রমণে ঋত্বিক, কী এমন ঘটল?

এদিনের শুনানিতে রাজ্য সরকার জানায়, ‘সায়ন লাহিড়ী ২৭ অগাস্ট ‘নবান্ন চলো’ কর্মসূচির আয়োজকদের মধ্যে একজন। এই কর্মসূচিতে ৪১ জন পুলিশ জখম হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, অভিযুক্ত কী সরাসরি এই ঘটনায় যুক্ত? রাজ্য বলে, না। কিন্তু তিনি অন্যতম আহ্বায়ক। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, জামিন পাওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে।

advertisement

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ‘মুখ’ ইন্দিরা মুখোপাধ্যায়, MNC-র চাকরি ছাড়া এই IPS-এর পরিচয় জানেন?

পাল্টা বিচারপতি জে বি পার্দিওয়ালা আদালতে প্রশ্ন করেন, একজন ছাত্র কীভাবে ৪১ জন পুলিশকে আহত করতে পারে? এই আবেদন জামিন সংক্রান্ত, এর বাইরে কিছু নয়। রাজ্য জানায়, সায়নের মা বলেছেন ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত নয়। সেটাই তো পুলিশকে তদন্ত করে দেখতে হবে৷ গ্রেফতারের পর ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে পাঠালেও হাইকোর্ট মুক্ত করে দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মৈত্রেয়ী ভট্টাচার্য

বাংলা খবর/ খবর/দেশ/
RG Kar Case Protest: 'সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত', রাজ্যের মামলা খারিজ করে হাইকোর্টের নির্দেশে 'সুপ্রিম' সহমত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল