আগুন জ্বলছে গোটা মুম্বই জুরে ৷ আতর্নাদ, হাহাকার, চিৎকার ৷ মু্ম্বইয়ের আকাশে উড়ছে সেনাবাহিনীর হ্যালিকপ্টার ৷ রাজপথে জঙ্গি দমনে তটস্থ ভারতীয় সেনা, পুলিশ৷ তৎপর গোটা ভারতের নিরাপত্তা ব্যবস্থা৷ তাজ হোটেলের রুমের জানলা দিয়ে তখনও জঙ্গিরা সংঘর্ষ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সঙ্গে ৷ ২৬/১১ ভোর দেখার আগে ততক্ষণে সন্ত্রাসবাদীদের বোমা বিস্ফোরণে ১৬৪ জন মানুষ নিহত, আহতের সংখ্যা ৩০৮ ৷ তিনদিন ধরে সংঘর্ষে অবিচল সেনাবাহিনী ও জঙ্গিদল৷ বারুদের ধোঁয়ায় অন্ধকারে ছেয়ে গিয়েছে মুম্বইয়া আকাশ৷ তাহলে কি সব শেষ? গোটা বিশ্বের চোখ ভারতের দিকে৷
advertisement
২৬/১১-এর সন্ত্রাসের ছক কষে ছিল লস্কর-ই-তহিবা ও ইসলামিক মিলিট্যান্ট ৷ চারদিন ধরে মুম্বইয়ে চলেছিল হামলা ৷ কড়া টক্করে ধরাও পরে মূল চক্রী কাসব৷ ফাঁসিও হয় তার ৷ কিন্তু তা বলে কি সন্ত্রাসে ইতি! হয়তো নয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2016 11:04 AM IST