TRENDING:

Rare Black Tiger Spotted: বিরল কালো বাঘ দেখা গেল দেশের এই জঙ্গলে! উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া

Last Updated:

Rare Black Tiger Spotted: সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে চলে আসে বাঘের ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর : হলদে কালো ডোরাকাটা নয়, এ বার দেখা গেল পুরো কালো বাঘ৷ বিরল এই শ্বাপদ লেন্সবন্দি হয়েছে ওড়িশার সিমলিপাল অভয়ারণ্যে৷ কৃষ্ণ শার্দূলের ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে৷ কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারের চেহারায় এই পরিবর্তনের কারণ কী? বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন এর কারণ কোষের মেলানিনের তারতম্য৷ ডাক্তারি পরিভাষায় রয়্যাল বেঙ্গল টাইগারটি ‘মেলানিস্টিক’৷ ত্বকে বা চুলে যখন ডার্ক পিগমেন্টেশন স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, তখন তাকে মেলানিস্টিক বলা হয়৷ বন্যপ্রাণীদের আচার আচরণ ধরে রাখার জন্য যে ক্যামেরা লাগানো ছিল বনে, তাতেই ধরা পড়েছে কালো বাঘ৷
বিরল এই শ্বাপদ লেন্সবন্দি হয়েছে ওড়িশার সিমলিপাল অভয়ারণ্যে
বিরল এই শ্বাপদ লেন্সবন্দি হয়েছে ওড়িশার সিমলিপাল অভয়ারণ্যে
advertisement

বন বিভাগের উচ্চপদস্থ কর্তা তথা সরকারি আমলা রমেশ পাণ্ডে এই ভিডিও শেয়ার করেছেন তাঁর ট্যুইটার হ্যান্ডলে৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি৷ সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে চলে আসে বাঘের ভিডিও৷ সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প এবং এর প্রাণীবৈচিত্রকে সংরক্ষণের দাবি জোরদার হয়ে ওঠে৷

রমেশ পাণ্ডে যে ভিডিও শেয়ার করেছেন, তার ক্যাপশনে লেখা হয়েছে ‘‘ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে অসাধারণ ভিডিও ধরা পড়েছে৷ এটা একমাত্র স্থান যেখানে জেনেটিক মিউটেশনের জেরে কালো বাঘ দেখা যায়৷’’ ১ অগাস্ট শেয়ার করা হয়েছে ভিডিওটি৷ তার পর থেকে ভিউজ এসেছে প্রায় ৭০ হাজার৷

advertisement

নেটিজেনরা উচ্ছ্বসিত বিরল বাঘ দেখে৷ একইসঙ্গে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন চোরাশিকারিদের নিয়েও৷ ট্যুইটারেত্তিদের আশঙ্কা, কালো বাঘের উপর আবার চোরাশিকারিদের নজর পড়বে না তো!

বাংলা খবর/ খবর/দেশ/
Rare Black Tiger Spotted: বিরল কালো বাঘ দেখা গেল দেশের এই জঙ্গলে! উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল