রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates
১৬ জানুয়ারি
প্রায়শ্চিত্ত এবং কর্মকোটি পূজার আয়োজন করা হয়েছিল৷ সরয়ূর তীরে অনুষ্ঠিত হয় দশবিধ স্নান রীতি৷ এই রীতিতে গোদান-সহ পূজিত হন ভগবান বিষ্ণু৷ এই পর্বে ব্রাহ্মণকে গাভী দান করা হয়৷
advertisement
১৭ জানুয়ারি
পরিসর প্রবেশ অনু্ঠিত হয়৷ এই রীতিতে মন্দিরে প্রবেশ করে বিগ্রহ৷ এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ৷ কারণ এর মাধ্যমেই প্রথম বার মন্দিরে প্রবেশ করে বিগ্রহ৷
১৮ জানুয়ারি
এদিন সন্ধ্যায় তীর্থ পূজা, জলযাত্রা ও গন্ধ অধিবাস অনুষ্ঠিত হবে৷ সরযূ নদীর জল ঘড়ায় এনে পরিষ্কার করা হবে মন্দিরের গর্ভগৃহ৷ পালিত হবে ঔষধাধিবাস, কেশরাধিবাস এবং ঘৃতাধিবাস৷ এ দিনই অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূ্র্তি স্থাপিত হবে গর্ভগৃহের নির্দিষ্ট স্থানে৷ সন্ধ্যায় হবে তীর্থপূজন, জলযাত্রা এবং গন্ধাধিবাস অনুষ্ঠান৷
আরও পড়ুন : আসছে মাঘী পূর্ণিমা! পবিত্র তিথিতে দান করুন এই বিশেষ কালো জিনিস…জীবনে অর্থ ও সৌভাগ্যের বৃষ্টি হবে
১৯ জানুয়ারি
এদিন হবে অগ্নিস্থাপন, নবগ্রহ স্থাপন এবং মহাযজ্ঞ৷ বৈদিক মন্ত্রপাঠে আহুতি দান করা হবে মহাযজ্ঞে৷
২০ জানুয়ারি
শর্করাধিবাস, পুষ্পাধিবাস এবং ফলাধিবাস পালিত হবে এদিন৷ পাশাপাশি করা বাস্তু শান্তির পুজো৷
আরও পড়ুন : নতুন সাজে পুরী! এখন জগন্নাথদর্শন আরও সহজ, পুণ্য অর্জনের পথও সুগম…জানুন বিশদে
২১ জানুয়ারি
গর্ভগৃহে স্থাপিত রামলালার বিগ্রহকে স্নান করানো হবে ১২৫ টি কলসের জলে৷ তার পর তাঁকে বিশ্রাম করার সুযোগ দেওয়া হবে৷ রাতে হবে শয্যা অধিবাস৷
২২ জানুয়ারি
শাস্ত্রমতে সব আচার ও বিধি পালন করে মৃগশিরা নক্ষত্রে বৈকালিক অভিজিৎ মুহূর্ত, দুপুর ১২ টা বেজে ২০ মিনিটে স্তোত্রপাঠ, মন্ত্রোচ্চারণে প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার৷
