TRENDING:

Kartavya Path: রাজপথের নতুন নাম হবে কর্তব্য পথ, নামকরণে নবনীতি কেন্দ্রের

Last Updated:

সম্প্রতি স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ করে উল্লেখ করেছিলেন, যে সমস্ত চিহ্নে ঔপনিবেশিক মানসিকতার ভাব রয়েছে, সেগুলি বাতিল করতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নামকরণে আরও অভিনব পন্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ দিল্লির ঐতিহাসিক রাজপথের নাম পাল্টে কর্তব্য পথ করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্র সূত্রে এই খবর মিলেছে৷ আগামী ৭ সেপ্টেম্বর এই বিষয়ে পাকা সিদ্ধান্ত গ্রহণ করতে একটি বৈঠকের আহ্ববান করেছে এনডিএমসি, সেখানেই এই নামকরণের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে৷
ছবি - News18
ছবি - News18
advertisement

সম্প্রতি স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ করে উল্লেখ করেছিলেন, যে সমস্ত চিহ্নে ঔপনিবেশিক মানসিকতার ভাব রয়েছে, সেগুলি বাতিল করতে হবে৷ সেই মতো স্বাধীনতার ১০০ বছর. অর্থাৎ ২০৪৭ সালের লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন প্রধানমন্ত্রী, সেখানকার প্রধানতম দায়িত্বগুলির কথাও উল্লেখ করেছিলেন৷ মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই এই নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ যা খবর পাওয়া গিয়েছে, তাতে নেতাজির মূর্তি থেকে একেবারে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যে পথ রয়েছে, সেই পুরো রাস্তাটিকেই কর্তব্য পথ নামে পরিচিত করা হবে৷

advertisement

আরও পড়ুন: আর কিছুক্ষণের অপেক্ষা, নাম জানা যাবে কার দখলে ১০ ডাউনিং স্ট্রিট

আরও পড়ুন: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর লড়াইয়ে পাল্লা ভারী লিজ ট্রাসের! তৃতীয় নারী প্রধানমন্ত্রী পাবে যুক্তরাজ্য?

এর আগে, মোদি সরকার ঘোষিত ভাবেই নামকরণের নীতিতে সাধারণ মানুষকে প্রাধান্য দেওয়ার কথা ঘোষণা করেছিল৷ প্রধানমন্ত্রী বাসভবন যে রাস্তায়, সেই রাস্তারও নাম বদলে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ রেসকোর্স থেকে সেই রাস্তার নাম পাল্টে করা হয়েছে লোকমান্য মার্গ৷ কয়েকদিনের মধ্যেই সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য৷ ২০ মাস ধরে সেখানে কাজ করা হয়েছে৷ লাল গ্রানাইটে মোড়া সেই রাস্তা ও পাশের খালের এলাকায় ফোয়ারা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এলাকা৷ এ ছাড়াও আছে বিপুল সবুজে মোড়া এলাকা৷ এটি শুধু মাত্র দিল্লিকে সুন্দর করবে, এমন নয়, আরও বেশি পরিমাণে পর্যটকদেরও আকর্ষণ করবে৷ সেপ্টেম্বরের ৮ তারিখে বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাস্তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বলা হয়েছে, বদলে যাওয়া রাজপথে থাকবে বিভিন্ন রাজ্যের খাবারের স্টল, বিভিন্ন স্থানীয় বিষয় বিক্রির জিনিস, পার্কিং লট ও ২৪ ঘণ্টার কড়া নিরাপত্তা৷ তবে সাধারণ মানুষের একটি অসুবিধা হতে পারে, খাবার ইন্ডিয়া গেট থেকে মান সিং রোড পর্যন্ত বিস্তৃত বাগানে নিয়ে যাওয়ার অনুমতি মিলবে না৷

বাংলা খবর/ খবর/দেশ/
Kartavya Path: রাজপথের নতুন নাম হবে কর্তব্য পথ, নামকরণে নবনীতি কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল