সম্প্রতি স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ করে উল্লেখ করেছিলেন, যে সমস্ত চিহ্নে ঔপনিবেশিক মানসিকতার ভাব রয়েছে, সেগুলি বাতিল করতে হবে৷ সেই মতো স্বাধীনতার ১০০ বছর. অর্থাৎ ২০৪৭ সালের লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন প্রধানমন্ত্রী, সেখানকার প্রধানতম দায়িত্বগুলির কথাও উল্লেখ করেছিলেন৷ মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই এই নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ যা খবর পাওয়া গিয়েছে, তাতে নেতাজির মূর্তি থেকে একেবারে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যে পথ রয়েছে, সেই পুরো রাস্তাটিকেই কর্তব্য পথ নামে পরিচিত করা হবে৷
advertisement
আরও পড়ুন: আর কিছুক্ষণের অপেক্ষা, নাম জানা যাবে কার দখলে ১০ ডাউনিং স্ট্রিট
এর আগে, মোদি সরকার ঘোষিত ভাবেই নামকরণের নীতিতে সাধারণ মানুষকে প্রাধান্য দেওয়ার কথা ঘোষণা করেছিল৷ প্রধানমন্ত্রী বাসভবন যে রাস্তায়, সেই রাস্তারও নাম বদলে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ রেসকোর্স থেকে সেই রাস্তার নাম পাল্টে করা হয়েছে লোকমান্য মার্গ৷ কয়েকদিনের মধ্যেই সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য৷ ২০ মাস ধরে সেখানে কাজ করা হয়েছে৷ লাল গ্রানাইটে মোড়া সেই রাস্তা ও পাশের খালের এলাকায় ফোয়ারা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এলাকা৷ এ ছাড়াও আছে বিপুল সবুজে মোড়া এলাকা৷ এটি শুধু মাত্র দিল্লিকে সুন্দর করবে, এমন নয়, আরও বেশি পরিমাণে পর্যটকদেরও আকর্ষণ করবে৷ সেপ্টেম্বরের ৮ তারিখে বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাস্তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বলা হয়েছে, বদলে যাওয়া রাজপথে থাকবে বিভিন্ন রাজ্যের খাবারের স্টল, বিভিন্ন স্থানীয় বিষয় বিক্রির জিনিস, পার্কিং লট ও ২৪ ঘণ্টার কড়া নিরাপত্তা৷ তবে সাধারণ মানুষের একটি অসুবিধা হতে পারে, খাবার ইন্ডিয়া গেট থেকে মান সিং রোড পর্যন্ত বিস্তৃত বাগানে নিয়ে যাওয়ার অনুমতি মিলবে না৷