TRENDING:

Rajnath Singh on Rahul Gandhi: 'হাইড্রোজেন বোমার কথা বলছেন, পটকাও ফাটাতে পারেন না!' রাহুলকে কটাক্ষ রাজনাথের

Last Updated:

হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোটে রাহুল গান্ধি ভোট চুরির যে অভিযোগ করেছেন, তা মানতে চাননি রাজনাথ সিং৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসআইআর-এর নামে ভোট চুরির অথবা বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার যে অভিযোগ বিরোধীরা তুলছে, তা নস্যাৎ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তিনি৷
রাহুলের ভোট চুরির অভিযোগের জবাব দিলেন রাজনাথ৷
রাহুলের ভোট চুরির অভিযোগের জবাব দিলেন রাজনাথ৷
advertisement

বিহারে ভোটের প্রচার পর্বে মহাজোটের দুই নেতা কংগ্রেসের রাহুল গান্ধি এবং আরজেডি-র তেজস্বী যাদব এসআইআর-এ ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন৷ রাজনাথ সিংয়ের পাল্টা প্রশ্ন, ‘এই অভিযোগের সমর্থনে ওঁরা একটিও জোরাল প্রমাণ সামনে আনতে পারেননি৷ নির্বাচন কমিশন তো বার বার বলেছে, অভিযোগ থাকলে সামনে আনুন, আমরা অভিযোগের তদন্ত করতে তৈরি৷ কিন্তু সেই একই অভিযোগ নিয়ে ওঁরা কখনও হাইড্রোজেন বোমা কখনও এটম বোমা ফাটানোর দাবি করছেন৷ আসলে ওঁরা ছোট পটকাও ফাটাতেও ব্যর্থ৷’

advertisement

হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোটে রাহুল গান্ধি ভোট চুরির যে অভিযোগ করেছেন, তাও মানতে চাননি রাজনাথ সিং৷ তিনি বলেন, ‘এই অভিযোগ তুলে উনি পদযাত্রাও করেছিলেন৷ কিন্তু কোনও ফল হয়নি৷ যে সমস্ত ভোটের ফল বেরিয়ে গিয়েছে, এখন উনি সেসব নিয়ে চর্চা করছেন৷ মানুষকে বোকা বানিয়য়ে বেশি দিন রাজনীতি করা যায় না৷’

advertisement

শুধু রাহুল গান্ধি নয়, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে-এর এম কে স্ট্যালিনরাও নিজেদের রাজ্যে এসআইআর-এ বিরোধিতা করেছেন৷ রাজনাথ সিং-এর দাবি, এ ভাবে বিরোধিতা করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অনাস্থা প্রকাশ করছেন বিরোধী শিবিরের এই নেতা, নেত্রীরা৷

রাজনাথ সিং-এর বলেন, ‘আমি ওনাদের প্রশ্ন করতে চাই, যে অনুপ্রবেশকারীদের নাম বিহারের ভোটার তালিকায় ছিল, তাদের নামই বাদ গিয়েছে৷ বিহারের অনেক বাসিন্দা আছেন যাঁরা জীবিকার খোঁজে পাকাপাকি ভাবে অন্যত্র চলে গিয়েছেন অথবা মৃত্যু হয়েছে, তাঁদের নামও তালিকায় থাকবে না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

বুধবার বিস্ফোরক অভিযোগ তুলে রাহুল গান্ধি বলেন, হরিয়ানায় শেষ বিধানসভা নির্বাচনে অন্তত ২৫ লক্ষ ভুয়ো ভোট পড়েছে৷ হরিয়ানার মোট ভোটার সংখ্যাই প্রায় ২ কোটি৷ রাহুলের অভিযোগ, প্রতি আটটির মধ্যে একটি ভোটই ভুয়ো৷

বাংলা খবর/ খবর/দেশ/
Rajnath Singh on Rahul Gandhi: 'হাইড্রোজেন বোমার কথা বলছেন, পটকাও ফাটাতে পারেন না!' রাহুলকে কটাক্ষ রাজনাথের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল