TRENDING:

ওডিশায় রেল অবরোধে সমস্যায় যাত্রীরা

Last Updated:

সকাল সকালই রেল অবরোধের ঘটনা ঘটল ওডিশায় ৷ হাল্লিপদা স্টেশনে ধৌলি এক্সপ্রেসের স্টপের দাবিতে স্থানীয় মানুষজন এদিন রেল লাইন অবরোধ করে ৷ এর ফলে সকাল থেকে ভদ্রক স্টেশনে তিরুবন্তপুরম গুয়াহাটি এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর এক্সপ্রেস-সহ দূর পাল্লার বহু ট্রেন আটকে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর: সকাল সকালই রেল অবরোধের ঘটনা ঘটল ওডিশায় ৷ হাল্লিপদা স্টেশনে ধৌলি এক্সপ্রেসের স্টপের দাবিতে স্থানীয় মানুষজন এদিন রেল লাইন অবরোধ করে ৷ এর ফলে সকাল থেকে ভদ্রক স্টেশনে তিরুবন্তপুরম গুয়াহাটি এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর এক্সপ্রেস-সহ দূর পাল্লার বহু ট্রেন আটকে যায়। দুর্ভোগে পড়েন এরাজ্যেরও বহু পর্যটক। যাত্রীদের অভিযোগ,  কামরায়  জল ছিল না ৷ এসিও বন্ধ ছিল। ফলে চরম সমস্যায় পড়তে হয় তাদের ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
ওডিশায় রেল অবরোধে সমস্যায় যাত্রীরা