পোস্টে রাহুল লিখেছেন, ‘‘বিচার বিভাগ কর্তৃক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করার পর পশ্চিমবঙ্গের হাজার হাজার যোগ্য স্কুল শিক্ষক চাকরি হারিয়েছেন, এই বিষয়ে আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে এই বিষয়ে তাঁর হস্তক্ষেপের অনুরোধ করে চিঠি লিখেছি। আমি তাঁকে অনুরোধ করেছি যে, তিনি যেন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করেন যাতে ন্যায্য উপায়ে নির্বাচিত প্রার্থীরা অব্যাহত থাকতে পারেন।’’
advertisement
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পাশেই রয়েছেন, আগেই জানিয়েছিলেন রাহুল। দিল্লিতে আদালতের রায়ে চাকরিহারা পাঁচ জন শিক্ষক-শিক্ষিকার সঙ্গে দেখাও করেছিলেন রাহুল। চাকরিহারা হাঞ্জেলা শেখ, সঙ্গীতা সাহা, মহম্মদ গোলাম গউস মণ্ডল, তন্ময় ঘোষ, হুমায়ুন ফিরোজ মণ্ডলরা রাহুল গান্ধীর কাছে আর্জি জানিয়েছিলেন, তিনি এ বিষয়টি গোটা দেশের সামনে তুলে ধরতে সাহায্য করুন।
প্রয়োজনে লোকসভার বিরোধী দলনেতার কাছে সংসদেও বিষয়টিকে তুলে ধরার এবং রাষ্ট্রপতিকে জানানোর অনুরোধ করেছিলেন তারা। এবার রাষ্ট্রপতি চিঠি লিখে হস্তক্ষেপ করার অনুরোধ জানালেন রাহুল গান্ধি।