TRENDING:

বন্যা বিধ্বস্ত ওয়াইনাড পরিদর্শনে রাহুল গান্ধি

Last Updated:

এখনও পর্যন্ত বন্যার বলি ৬৮

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াইনাড :  কেরলেও বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, কেরলে এখনও পর্যন্ত বন্যার বলি ৬৮ ৷ কেরলে ২ লক্ষ ২১ হাজার মানুষ ত্রাণশিবিরে ৷ এই অবস্থায় ৷ কাভলাপাড়া এলাকায় সেনাবাহিনী পাঠানো হয়েছে ৷ সেখানে ল্যান্ডস্লাইডে আটকে পড়েছে বহু মানুষ ৷
advertisement

ওয়াইনাডে এখন রেড অ্যালার্ট ৷ একইসঙ্গে কুন্নুর ও কাসরাগোদে জেলাতেও জারি রয়েছে সতর্কতা ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সময় কোনও রাজনৈতিক রঙ না দেখে কাজ করতে হবে ৷ এমনকি নিজের দলের কর্মীদের কোনও পলিটিক্যাল টি-শার্ট পড়ে কাজ করতে যেতে নিষেধ করেছেন ৷

advertisement

এদিকে নিজের কেন্দ্র ঘুরে দেখলেন রাহুল গান্ধি ৷ পরপর দু‘বছর একইরকমভাবে বিধ্বংসী বন্যায় বিধ্বস্ত ওয়াইনাড ৷ রাহুল নিজের ট্যুইটে জানিয়েছেন আগামী কিছুদিন এই বন্যা বিধ্বস্ত ওয়াইনাডে থাকবেন তিনি ৷ ঘুরে দেখবেন বিভিন্ন ত্রাণশিবির ৷

আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
বন্যা বিধ্বস্ত ওয়াইনাড পরিদর্শনে রাহুল গান্ধি