TRENDING:

Rahul Gandhi: ‘বাবা বলতেন, পৃথিবীর অন্যতম সুন্দর স্থান’, বাইকে প্যাংগং লেকে রাহুল গান্ধি

Last Updated:

Rahul Gandhi: শুক্রবার প্রথমবারের জন্য লাদাখে পৌঁছন রাহুল গান্ধি৷ সেখানে, অর্থাৎ লেহ-তে তিনি ৫০০ জন যুব সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথাবার্তা বলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধি বাইকে করে গেলেন লাদাখের প্যাংগং লেকে৷ আর সেই বাইক রাইডের ছবি তিনি শেয়ার করলেন ইনস্টাগ্রামে৷ প্যাংগং লেকে একটি পর্যটক ক্যাম্পে তিনি রাত কাটাবেন বলেও খবর মিলেছে৷
ছবি - ইনস্টাগ্রাম
ছবি - ইনস্টাগ্রাম
advertisement

অগাস্ট মাসের ২০ তারিখে তিনি তাঁর বাবা রাজীব গান্ধির জন্মদিন পালন করবেন বলেও খবর৷ শুক্রবার প্রথমবারের জন্য লাদাখে পৌঁছন রাহুল গান্ধি৷ সেখানে, অর্থাৎ লেহ-তে তিনি ৫০০ জন যুব সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথাবার্তা বলেন৷ রাহুল এই ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘প্যাংগং লেকের পথে, আমার বলতেন, এটি পৃথিবীর অন্যতম সুন্দর একটি স্থান৷’

advertisement

কংগ্রেসের লেহ জেলার কংগ্রেসের মুখপাত্র ও বিরোধী দলনেতা সেরিং নমগয়্যাল বলেন, ‘কাশ্মীরের যুব সম্প্রদায়ের সঙ্গে এ দিন প্রায় ৪০ মিনিট কথা বলেন রাহুল গান্ধি৷’ বৃহস্পতিবার লেহ-তে এসে উপস্থিত হন রাহুল৷ এখানে দু’দিনের সফর করার কথা ছিল তাঁর৷ কিন্তু পরে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, এই সফর আগামী ২৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

উল্লেখ্য, কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর রাহুল গান্ধির এটিই প্রথম সফর৷ সামনেই কার্গিল হিল কাউন্সিলের ৩০ আসন বিশিষ্ট সভার নির্বাচন রয়েছে৷ এ ছাড়াও সামনের বছর রয়েছে লোকসবা নির্বাচন৷ কার্গিল হিল কাউন্সিলের নির্বাচনে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স ইতিমধ্যে জোট করে লড়াই করার কথা ঘোষণা করেছে৷ আগামী ১০ সেপ্টেম্বর এই নির্বাচন রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: ‘বাবা বলতেন, পৃথিবীর অন্যতম সুন্দর স্থান’, বাইকে প্যাংগং লেকে রাহুল গান্ধি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল