TRENDING:

'সফটওয়্যার ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে...' বিস্ফোরক রাহুল, নির্বাচন কমিশনকে দিলেন ৭ দিন সময়!

Last Updated:

Rahul Gandhi: এবার জাতীয় নির্বাচন কমিশনকে সময় বেঁধে দিলেন রাহুল গান্ধি। কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের তথ‍্য তুলে ধরে জাতীয় নির্বাচন কমিশনকে সাত দিনের মধ‍্যে জবাব দিতে বললেন রাহুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এবার জাতীয় নির্বাচন কমিশনকে সময় বেঁধে দিলেন রাহুল গান্ধি। কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের তথ‍্য তুলে ধরে জাতীয় নির্বাচন কমিশনকে সাত দিনের মধ‍্যে জবাব দিতে বললেন রাহুল।
রাহুল গান্ধি
রাহুল গান্ধি
advertisement

কর্নাটক-সহ একাধিক রাজ‍্যে ভোট চুরির অভিযোগে আজ বিস্ফোরক দাবি করেন রাহুল গান্ধি।

রাহুল গান্ধি অভিযোগ করেন সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে।

আরও পড়ুন: রুই, কাতলা, পাবদা ছাড়ুন…! সুগারে ‘সঞ্জীবনী’ এই ‘মাছ’! কন্ট্রোলে রাখে কোলেস্টেরল, ভাল রাখে হার্ট! উইকে দু’দিন ডায়েটে রাখলেই ম্যাজিক, কনফার্মড!

advertisement

তাঁর দাবি, টার্গেটেড ভাবে কংগ্রেস এবং বিরোধীদের সমর্থক, গরিব ও দলিত ভোটারের নামই বেশি বাদ পড়ছে। অথচ, যাঁর নাম বাদ যাচ্ছে এবং যিনি নাম বাদ দিচ্ছেন তাঁদের কেউই জানেন না সে ব‍্যপারে। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে সাক্ষ‍্য প্রমাণ সশরীরে হাজির করেন রাহুল।

আরও পড়ুন: ১০০০ ফলোয়ার্স হলেই কি মিলতে শুরু করে টাকা…? ‘ফেসবুক’ কী ভাবে মানিটাইজড হয় জানেন? চমকে উঠবেন শুনলেই!

advertisement

কর্নাটকের সিইও ও সিআইডি তদন্ত চালাচ্ছে, কিন্তু সিআইডির তরফে ১৮ বার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েও সিআইডি পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না বলে রাহুলের অভিযোগ। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এক সপ্তাহের মধ্যে সমস্ত প্রমাণসাপেক্ষ তথ্য সামনে প্রকাশ করতে বলেন এদিন রাহুল। আর তিনি যদি সেটা না করেন, তাহলে ভোট যাঁরা চুরি করছে তাঁদের জ্ঞানেশ কুমার লুকোতে চাইছেন বলে দেশের মানুষকে ধরে নিতে হবে বলে এদিন বিস্ফোরক মন্তব্য করেন রাহুল গান্ধি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'সফটওয়্যার ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে...' বিস্ফোরক রাহুল, নির্বাচন কমিশনকে দিলেন ৭ দিন সময়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল