কর্নাটক-সহ একাধিক রাজ্যে ভোট চুরির অভিযোগে আজ বিস্ফোরক দাবি করেন রাহুল গান্ধি।
রাহুল গান্ধি অভিযোগ করেন সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে।
advertisement
তাঁর দাবি, টার্গেটেড ভাবে কংগ্রেস এবং বিরোধীদের সমর্থক, গরিব ও দলিত ভোটারের নামই বেশি বাদ পড়ছে। অথচ, যাঁর নাম বাদ যাচ্ছে এবং যিনি নাম বাদ দিচ্ছেন তাঁদের কেউই জানেন না সে ব্যপারে। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে সাক্ষ্য প্রমাণ সশরীরে হাজির করেন রাহুল।
কর্নাটকের সিইও ও সিআইডি তদন্ত চালাচ্ছে, কিন্তু সিআইডির তরফে ১৮ বার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েও সিআইডি পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না বলে রাহুলের অভিযোগ। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এক সপ্তাহের মধ্যে সমস্ত প্রমাণসাপেক্ষ তথ্য সামনে প্রকাশ করতে বলেন এদিন রাহুল। আর তিনি যদি সেটা না করেন, তাহলে ভোট যাঁরা চুরি করছে তাঁদের জ্ঞানেশ কুমার লুকোতে চাইছেন বলে দেশের মানুষকে ধরে নিতে হবে বলে এদিন বিস্ফোরক মন্তব্য করেন রাহুল গান্ধি।