TRENDING:

জল খেতে এসেছিল হরিণ, নিমেষে গোটা ছিঁড়ে খেল মস্ত অজগর! ভিডিও সুপার ভাইরাল

Last Updated:

জলের তলায় ঘাপটি মেরে ছিল অজগর, হরিণ দেখে আস্ত গিলে খেল নিমেষে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জলের তলায় ঘাপটি মেরে পড়েছিল বিশাল অজগর৷ দেখে কারও বোঝার উপায় নেই যে এভাবে চুপটি মেরে রয়েছে সে৷ বেশ কয়েকটি হরিণ এসেছিল জল খেতে৷ জলাশয় থেকে চুপচাপ জল খাচ্ছিল তারা৷ হঠাৎ জল থেকে একেবারে বিদ্যুতের গতিতে উঠে এল অজগর৷ সামনে থাকা হরিণটিকে আস্ত গিলে ফেলল সে৷ পুরো ঘটনাটি ঘটল মাত্র কয়েক সেকেন্ড৷ জঙ্গলের এমন ঘটনা ভাইরাল না হয়ে পারে!
advertisement

এই ঘটনার আকস্মিকতায় মুগ্ধ পশুপ্রমীরা৷ যারা জঙ্গলে ঘুরতে ভালবাসেন, তারা এই ভিডিও দেখে খুবই মজা পয়েছেন৷ বিশেষ করে সাপটি যেভাবে আত্মপ্রকাশ করেছে, সেটাই দেখার মতো৷ ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সেন্ট্রাল ছন্দা ডিভিশনে৷

তিনি লিখেছেন যে সাপেরা এভাবে লুকিয়ে শিকার ধরে৷ তারপর ছিঁড়ে খায় শিকারকে৷ এই ঘটনাটি ঘটাতে তাদের সময় লাগে ৫০ মিলিসেকেন্ড৷ আমাদের চোখের পলক ফেলতে সময় লাগে ২০০ মিলিসেকেন্ড! অর্থাৎ বোঝাই যাচ্ছে গোটা ঘটনাটি কত দ্রুত ঘটেছে৷ আর এটাতেই তো এই ভিডিওর সার্থকতা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

এমন ভিডিও দেখে আপনার রূঢ় মনে হতে পারে৷ কিন্তু বাস্তুতন্ত্রের এটাই নিয়ম৷ একে ওপরের ওপরই বেঁচে থাকতে হয়৷ প্রকৃতির নিয়মই এমন৷ ঘাস খেয়ে বেঁচে থাকা তৃণভোজীদের খায় মাংসাশীরা৷

বাংলা খবর/ খবর/দেশ/
জল খেতে এসেছিল হরিণ, নিমেষে গোটা ছিঁড়ে খেল মস্ত অজগর! ভিডিও সুপার ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল