চণ্ডীগড় থেকে ৪০ কিলোমিটার দূরে ফতেহগড় সাহেব (Fategarh Sahib) শহরে এই পুরো বিষয়টি প্রকাশ্যে এসেছে। ক্যামেরায় রেকর্ড করা ভিডিওতে যাকে দেখা গিয়েছে তার নাম প্রীতপাল সিং (HC Preetpal Singh)৷ পঞ্জাব পুলিশের হেড কনস্টেবল৷ রাস্তার পাশের গাড়িতে বোঝাই ডিমের ক্রেট থেকে ডিম তুলতে দেখা গেল তাকে৷ যে গাড়িতে ডিম বোঝাই করা ছিল, সেই গাড়ির চালক সেই সময় সেখানে অনুপস্থিত ছিলেন৷ তারই সুযোগ নিল সেই হেড কনস্টেবল৷
advertisement
মোবাইলে রেকর্ড করা এই ভিডিওতে দেখা গিয়েছে, ডিম ভর্তি রিকশার মালিক যখন তাঁর গাড়ির কাছে আসেন তখন হেড কনস্টেবল অন্য একটি গাড়ির দিকে এগিয়ে যায়৷ সম্ভবত ট্র্যাফিক নিয়ম নিয়ে কিছু বলার ছুতোয়ে এভাবে তাড়াতাড়ি নিজেকে সেখান থেকে সরিয়ে নেয় সে৷ সোশ্যাল মিডিয়ায় ক্রমবর্ধমান ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখার পরে পঞ্জাব পুলিশ হেড কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে। পঞ্জাব পুলিশ টুইট করে এই সম্পর্কে জানিয়েছে।
পুলিশের তরফ থেকে ট্যুইটে জানানো হয়, "একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছে হেড কনস্টেবল প্রীতপাল সিং ডিম চুরি করছে৷ ডিম বোঝাই গাড়ির চালক সেখানে না থাকায় এভাবে চলেছে চুরি৷ তবে ক্যামেরায় ধরা পড়েছে পুরো ছবি৷ ডিম চুরি করতে গিয়ে ধরা পড়েছে ফতেহগড় সাহেব থানার প্রীতপাল সিং। আপাতত তাকে সাসপেন্ড করা হয়েছে এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। "